০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধিতার জের সরলেন তুর্কি আইসি, এয়ার ইন্ডিয়ার নয়া চেয়ারম্যান নটরাজন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার
  • / 60

পুবের কলম ওয়েবডেস্কঃ নটরাজন চন্দ্রশেখরাকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করল টাটা গোষ্ঠী। টাটা গ্রুপ এর আগে তুরস্কের ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু সেই নিয়োগেকে কেন্দ্র করে অনেক বিরোধিতার মুখে পড়তে হ্য় টাটা গোষ্টীকে।

ফলস্বরূপ, তুরস্কের ইলকার আইসি টাটার এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অস্বীকার করেন। ২০১৫ সাল  থেকে তুরস্ক এয়ারলাইন্সের চেয়ারম্যান ছিলেন ইলকার আইসি। গত ২৭ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। সেই দিনই কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রুপের হাতে তুলে দেয়। এরপর আইসির নিয়োগ ছিল শুধুই সময়ের অপেক্ষা। এয়ার ইন্ডিয়ার দায়িত্বভার নেওয়ার কথা ছিল  ১ এপ্রিল থেকে।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

উল্লেখ্য  ইলকার আইসির এয়ার ইন্ডিয়ার এমডি ও সিইও পদে নিয়োগ নিয়োগের টাটা গোষ্ঠীর এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্বদেশী জাগরণ মঞ্চ।ইলকার আইসির সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়িপ এরদোগানের সম্পর্ক নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করা হয়।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

তবে এই বিতর্ক মাথা চাড়া দিতেই ইলকার আইসি তুর্কি ভাষায় একটি মেল করেন।প্রেস রিলিজেও এই কথা জানান ইলকার আইসি।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

ইলকার আইসি দায়িত্ব নিতে অস্বীকৃত হওয়ার পর তড়িঘড়ি নটরাজন চন্দ্রশেখরাকে  এয়ারইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করল টাটা গোষ্ঠী।

চন্দ্রশেখরন ২০১৬ সালে -এ টাটা কোম্পানিতে  যোগদান করেন এবং ২০১৭ সালের জানুয়ারীতে চেয়ারম্যান নিযুক্ত হন। এছাড়াও তিনি টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার, এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) সহ বেশ কয়েকটি সহযোগী  সংস্থার চেয়ারম্যান হিসেবেও নিজের দায়িত্ব পালন করেছেন।   তবে দেশের শিল্পমহলের ধারণা যোগ্যব্যক্তি হিসেবেই এয়ারইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে চন্দ্রশেখরনকে বেছে নিয়েছে টাটাগোষ্ঠী। বিলগ্নীকরণের পর ফের নয়া উড়ানের স্বপ্ন দেখছে এয়ারইন্ডিয়া।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরোধিতার জের সরলেন তুর্কি আইসি, এয়ার ইন্ডিয়ার নয়া চেয়ারম্যান নটরাজন

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নটরাজন চন্দ্রশেখরাকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করল টাটা গোষ্ঠী। টাটা গ্রুপ এর আগে তুরস্কের ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু সেই নিয়োগেকে কেন্দ্র করে অনেক বিরোধিতার মুখে পড়তে হ্য় টাটা গোষ্টীকে।

ফলস্বরূপ, তুরস্কের ইলকার আইসি টাটার এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অস্বীকার করেন। ২০১৫ সাল  থেকে তুরস্ক এয়ারলাইন্সের চেয়ারম্যান ছিলেন ইলকার আইসি। গত ২৭ জানুয়ারি তিনি পদত্যাগ করেন। সেই দিনই কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রুপের হাতে তুলে দেয়। এরপর আইসির নিয়োগ ছিল শুধুই সময়ের অপেক্ষা। এয়ার ইন্ডিয়ার দায়িত্বভার নেওয়ার কথা ছিল  ১ এপ্রিল থেকে।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

উল্লেখ্য  ইলকার আইসির এয়ার ইন্ডিয়ার এমডি ও সিইও পদে নিয়োগ নিয়োগের টাটা গোষ্ঠীর এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্বদেশী জাগরণ মঞ্চ।ইলকার আইসির সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট  রিসেপ তাইয়িপ এরদোগানের সম্পর্ক নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করা হয়।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

তবে এই বিতর্ক মাথা চাড়া দিতেই ইলকার আইসি তুর্কি ভাষায় একটি মেল করেন।প্রেস রিলিজেও এই কথা জানান ইলকার আইসি।

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

ইলকার আইসি দায়িত্ব নিতে অস্বীকৃত হওয়ার পর তড়িঘড়ি নটরাজন চন্দ্রশেখরাকে  এয়ারইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করল টাটা গোষ্ঠী।

চন্দ্রশেখরন ২০১৬ সালে -এ টাটা কোম্পানিতে  যোগদান করেন এবং ২০১৭ সালের জানুয়ারীতে চেয়ারম্যান নিযুক্ত হন। এছাড়াও তিনি টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার, এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) সহ বেশ কয়েকটি সহযোগী  সংস্থার চেয়ারম্যান হিসেবেও নিজের দায়িত্ব পালন করেছেন।   তবে দেশের শিল্পমহলের ধারণা যোগ্যব্যক্তি হিসেবেই এয়ারইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে চন্দ্রশেখরনকে বেছে নিয়েছে টাটাগোষ্ঠী। বিলগ্নীকরণের পর ফের নয়া উড়ানের স্বপ্ন দেখছে এয়ারইন্ডিয়া।