মণিপুরে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত বীরেন সিং

- আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্কঃ মণিপুরের মুখ্যমন্ত্রীর পদে নির্বাচিত হলেন বীরেন সিং। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসছেন তিনি। সমস্ত জল্পনার অবসান করে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে বীরেন সিং-এর নাম ঘোষণা করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। ১০ মার্চ ফলপ্রকাশের পর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বীরেন সিং-এর পাশাপাশি উঠে এসেছিল মণিপুরের প্রাক্তন মন্ত্রী থংগাম বিশ্বজিৎ সিং-য়ের নাম।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন উত্তর-পূর্বের মণিপুর রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নাম ঘোষণা করেন। মণিপুরে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নির্মলা সীতারমনকে নিযুক্ত করা হয়। নির্মলা বলেন, বীরেন সিংকে সর্বসম্মতিক্রমে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা নির্বাচিত করেছেন। মণিপুরে পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হতেই এন বীরেন সিং, বিশ্বজিৎ সিং এবং বিজেপির রাজ্য সভাপতি অধিকারিমায়ুম শারদাকে কেন্দ্রীয় নেতৃত্বরা দিল্লিতে ডেকে পাঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এন বীরেন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক সিনিয়র নেতাদের সঙ্গে কথা হয় তাদের।
এর পর রবিবারের আগেই কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় আইন মন্ত্রী, সহ পর্যবেক্ষক কিরণ রিজিজু রাজ্যের নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইম্ফল আসেন। বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মণিপুরের তিতুলার রাজা এবং বিজেপির রাজ্যসভার সাংসদ লেশেম্বা সানাজাওবা এবং দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। উল্লেখ্য,মণিপুরে সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি ৬০ টি আসনের মধ্যে ৩২ টি আসনেই জয় পেয়েছে। কংগ্রেস পেয়েছে পাঁচটি আসন এবং এনপিপি সাতটি আসন পেয়েছে। নাগা পিপলস ফ্রন্ট পাঁচটি এবং কুকি পিপলস অ্যালায়েন্স দুটি আসন পেয়েছে এবং স্বতন্ত্ররা তিনটি আসন পেয়েছে। বীরেন সিং-এর পুরো নাম নোঙ্গথোম্বম বীরেন সিং। একসময় তিনি ছিলেন ফুটবলার। কর্মজীবনের একপর্যায়ে বিএসএফ জওয়ান হিসেবে মণিপুর সীমান্তে দায়িত্ব সামলেছেন। আবার সাংবাদিকতাও করেছেন তিনি।