১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যবিত্তের হেঁশেলে আগুন!রান্নার গ্যাসের দাম বাড়ল একধাক্কায় ৫০ টাকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ মার্চ ২০২২, সোমবার
  • / 53

পুবের কলম ওয়েবডেস্কঃ পেট্রল-ডিজেলের পর এবার বাড়ল রান্নার গ্যাসের দাম।সিলিন্ডার প্রতি বাড়ানো হয়েছে ৫০টাকা। এর ফলে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি গ্যাসের জন্য গ্রাহককে দিতে হবে ৯৭৬ টাকা।

তবে এদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৮ টাকা। ১৯ কেজি গ্যাসের জন্য উপভোক্তাদের এখন থেকে  দিতে হবে ২০৮৭ টাকা। আজ কলকাতায় ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ৯২৬ টাকা। কিন্তু এবার থেকে গ্রাহককে গুনতে হবে ৯৭৬ টাকা।

আরও পড়ুন: জবলপুরে লাইনচ্যুত রান্নার গ্যাসবোঝাই মালগাড়ি

ওয়াকিবহাল মহলের মতে  পাঁচ রাজ্যের নির্বাচনের জন্যেই বাড়ানো হচ্ছিলনা গ্যাসের দাম। কিন্তু ভোট মিটতেই ফলাফল প্রকাশের পরেই একধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল রান্নার গ্যাসের দাম।

আরও পড়ুন: রেশন দোকান থেকেই মিলবে একাধিক পরিষেবা, পাওয়া যাবে রান্নার গ্যাস সহ নানা সুবিধা   

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের আঁচ পড়েছে বিশ্ববাজারে। বিশ্ব বাজারে তেলের দাম  ১৩৯ ডলার। তাই এর প্রভাব ভারতীয় বাজারে পড়বে তা আশঙ্কা করাই যাচ্ছিল। শুধমাত্র নির্বাচনের কারণে আটকে ছিল এই সিদ্ধান্ত। ১০ মার্চ ফলাফল ঘোষণা হয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের। এরপরই জ্বালানি ও গ্যাসের দাম বাড়ানো ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যবিত্তের হেঁশেলে আগুন!রান্নার গ্যাসের দাম বাড়ল একধাক্কায় ৫০ টাকা

আপডেট : ২১ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পেট্রল-ডিজেলের পর এবার বাড়ল রান্নার গ্যাসের দাম।সিলিন্ডার প্রতি বাড়ানো হয়েছে ৫০টাকা। এর ফলে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি গ্যাসের জন্য গ্রাহককে দিতে হবে ৯৭৬ টাকা।

তবে এদিকে বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৮ টাকা। ১৯ কেজি গ্যাসের জন্য উপভোক্তাদের এখন থেকে  দিতে হবে ২০৮৭ টাকা। আজ কলকাতায় ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ৯২৬ টাকা। কিন্তু এবার থেকে গ্রাহককে গুনতে হবে ৯৭৬ টাকা।

আরও পড়ুন: জবলপুরে লাইনচ্যুত রান্নার গ্যাসবোঝাই মালগাড়ি

ওয়াকিবহাল মহলের মতে  পাঁচ রাজ্যের নির্বাচনের জন্যেই বাড়ানো হচ্ছিলনা গ্যাসের দাম। কিন্তু ভোট মিটতেই ফলাফল প্রকাশের পরেই একধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল রান্নার গ্যাসের দাম।

আরও পড়ুন: রেশন দোকান থেকেই মিলবে একাধিক পরিষেবা, পাওয়া যাবে রান্নার গ্যাস সহ নানা সুবিধা   

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের আঁচ পড়েছে বিশ্ববাজারে। বিশ্ব বাজারে তেলের দাম  ১৩৯ ডলার। তাই এর প্রভাব ভারতীয় বাজারে পড়বে তা আশঙ্কা করাই যাচ্ছিল। শুধমাত্র নির্বাচনের কারণে আটকে ছিল এই সিদ্ধান্ত। ১০ মার্চ ফলাফল ঘোষণা হয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের। এরপরই জ্বালানি ও গ্যাসের দাম বাড়ানো ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।