১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শক্তি সংগ্রহ করে নেমে পড়েছি­ বিরাট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 71

পুবের কলম প্রতিবেদক­ অপেক্ষার অবসান। মাঠে নেমে পড়লেন বিরাট কোহলি। ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের আসর। পঞ্চদশ আইপিএলে অন্যান্য দলের মতো সকলের নজর থাকবে আরও একটি দলের দিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার অন্যান্য দলের সঙ্গে টক্কর নেবার জন্য নিজেদের একটা ইতিবাচক দল তৈরি করেছে আরসিবি। সেই দলের অন্যতম প্রধান মুখ বিরাট কোহলি। তবে এবার তিনি এক অন্য ভূমিকায়। আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফরম্যাটের অধিনায়কত্ব তার হাতে নেই। টি-২০ ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন অনেক আগেই ।

গতবার বিশ্বকাপের পরেই তিনি সীমিত ওভারের এই সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়েছেন।

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

আর সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক থাকবেন না– এটা মনে করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন করেছে। এরপরই দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হেরে লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরাট। শুধু তাই নয়– টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছাড়ার সঙ্গে সঙ্গে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তাই এতগুলো বছর পরে এসে আরসিবিতে অধিনায়কহীন অবস্থায় খেলবেন বিরাট কোহলি। তাঁর জায়গায় এবার অধিনায়ক করা হয়েছে ফাফ ডুপ্লেসিসকে। নতুন অধিনায়কের অধীনে নামতে চলেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি থাকেননি টেস্ট সিরিজে ভালো কিছু করার জন্য। কিন্তু টেস্ট সিরিজে তিনি বিশেষ কিছু করতে পারেননি। বেশ কিছুটা সময় কাটানোর পর মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন– কিন্তু তার ওপর যে প্রচুর দায়িত্ব অর্পিত রয়েছে– সেটা জানেন কোহলি। তাই তিনি জানিয়েছেন– ‘বাহ ১৫ (আইপিএল সেশন)! এত তাড়াতাড়ি এসে গেল। পূর্ণ শক্তি সঞ্চয় করে আমি ফিরে এসেছি। কারণ আমার উপর দায়িত্ব অর্পিত রয়েছে। আমার কর্তব্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

দারুণ মুডে আছেন বিরাট। বললেন– ‘আমার জীবন এখন দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে। আমাদের এখন একজন সন্তান আছে– আমার জন্য আমার একটা পরিবার আছে। জীবন এখন আমাদের খুব আন্দদের  মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা খুব সুখী। আমাদের সন্তান বেড়ে চলেছে– আমি তাকে খুব ভালোবাসি। আর আমার ভালোবাসার অন্যতম আর একটি নিদর্শন ক্রিকেট।’ বিরাট মনে করছেন তাঁদের দলে ডুপ্লেসিস এবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। বিরাটের মতে– তিনি একজন যোগ্য ক্যাপ্টেন। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন– ‘নিলামে যখনই তাঁকে তুলে নিয়েছিল আরসিবি– তখনই আমি তাঁকে মেসেজ করেছিলাম। জানিয়েছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এসে তিনি কী পেতে চলেছেন। এটা জানতাম যে– তাঁকে নিলামে আরসিবি তুলে নিতে পারে। আসলে আমাদের পরিকল্পনা খুব স্বচ্ছ। আমাদের এমন একজন অধিনায়কের দরকার ছিল– যিনি সম্মান আদায় করে নিতে জানেন।’ স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকাকে ছেড়ে তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য মাঠে নেমে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শক্তি সংগ্রহ করে নেমে পড়েছি­ বিরাট

আপডেট : ২২ মার্চ ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক­ অপেক্ষার অবসান। মাঠে নেমে পড়লেন বিরাট কোহলি। ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের আসর। পঞ্চদশ আইপিএলে অন্যান্য দলের মতো সকলের নজর থাকবে আরও একটি দলের দিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার অন্যান্য দলের সঙ্গে টক্কর নেবার জন্য নিজেদের একটা ইতিবাচক দল তৈরি করেছে আরসিবি। সেই দলের অন্যতম প্রধান মুখ বিরাট কোহলি। তবে এবার তিনি এক অন্য ভূমিকায়। আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফরম্যাটের অধিনায়কত্ব তার হাতে নেই। টি-২০ ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন অনেক আগেই ।

গতবার বিশ্বকাপের পরেই তিনি সীমিত ওভারের এই সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়েছেন।

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

আর সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক থাকবেন না– এটা মনে করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটের ক্যাপ্টেন করেছে। এরপরই দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ হেরে লাল বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন বিরাট। শুধু তাই নয়– টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছাড়ার সঙ্গে সঙ্গে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তাই এতগুলো বছর পরে এসে আরসিবিতে অধিনায়কহীন অবস্থায় খেলবেন বিরাট কোহলি। তাঁর জায়গায় এবার অধিনায়ক করা হয়েছে ফাফ ডুপ্লেসিসকে। নতুন অধিনায়কের অধীনে নামতে চলেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি থাকেননি টেস্ট সিরিজে ভালো কিছু করার জন্য। কিন্তু টেস্ট সিরিজে তিনি বিশেষ কিছু করতে পারেননি। বেশ কিছুটা সময় কাটানোর পর মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন– কিন্তু তার ওপর যে প্রচুর দায়িত্ব অর্পিত রয়েছে– সেটা জানেন কোহলি। তাই তিনি জানিয়েছেন– ‘বাহ ১৫ (আইপিএল সেশন)! এত তাড়াতাড়ি এসে গেল। পূর্ণ শক্তি সঞ্চয় করে আমি ফিরে এসেছি। কারণ আমার উপর দায়িত্ব অর্পিত রয়েছে। আমার কর্তব্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

দারুণ মুডে আছেন বিরাট। বললেন– ‘আমার জীবন এখন দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে। আমাদের এখন একজন সন্তান আছে– আমার জন্য আমার একটা পরিবার আছে। জীবন এখন আমাদের খুব আন্দদের  মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা খুব সুখী। আমাদের সন্তান বেড়ে চলেছে– আমি তাকে খুব ভালোবাসি। আর আমার ভালোবাসার অন্যতম আর একটি নিদর্শন ক্রিকেট।’ বিরাট মনে করছেন তাঁদের দলে ডুপ্লেসিস এবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন। বিরাটের মতে– তিনি একজন যোগ্য ক্যাপ্টেন। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন– ‘নিলামে যখনই তাঁকে তুলে নিয়েছিল আরসিবি– তখনই আমি তাঁকে মেসেজ করেছিলাম। জানিয়েছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এসে তিনি কী পেতে চলেছেন। এটা জানতাম যে– তাঁকে নিলামে আরসিবি তুলে নিতে পারে। আসলে আমাদের পরিকল্পনা খুব স্বচ্ছ। আমাদের এমন একজন অধিনায়কের দরকার ছিল– যিনি সম্মান আদায় করে নিতে জানেন।’ স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকাকে ছেড়ে তিন দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য মাঠে নেমে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির