০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে পণ্ডিতদের তুলনায় ৫০ গুণ বেশি ক্ষতি হয়েছে মুসলিমদের: সাজ্জাদ লোন 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 80

পুবের কলম, ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের সভাপতি সাজ্জাদ লোন ‘দ্য কাশ্মীর ফাইলস’কে কাল্পনিক কাজ বলে অভিহিত করে  বলেছেন, ছবিটির নির্মাতারা দেশকে ঘৃণার মধ্যে ডুবিয়ে দেবে। তিনি বলেন, কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের তুলনায় ৫০ গুণ বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী সাজ্জাদ লোন আরও বলেন,  কাশ্মীরি পণ্ডিতদের প্রতি অবিচারের বিষয়ে কোনো সন্দেহ নেই। কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের চেয়ে ৫০ গুণ বেশি নিপীড়নের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র একটি সম্প্রদায়ের বেদনাকে নথিভুক্ত করতে পারেন না। আমরা সবাই এতে একসঙ্গে আছি। আমি আমার নিজের বাবাকে হারিয়েছি।’

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি নিকেশ অপারেশনে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সাজ্জাদ লোন আরও বলেন, ১৯৯০-এর দশকে কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের মতো অসহায় ছিল। তিনি বলেন,  ‘এখানে প্রত্যেকেই হয়রানির সম্মুখীন হয়েছে, যদিও তারা (চলচ্চিত্র নির্মাতারা) অতিরঞ্জিত করেছে। তারা জানে না যে পণ্ডিতরা এখনও আমাদের সাথে বসবাস করছেন। তারা কী তাদের কথা ভেবেছেন? তারা আমাদের ভাই। এবং আমরা তাদের ভালোবাসি কিন্তু ১৯৯০-এর দশকে আমরা কাশ্মীরি পণ্ডিতদের মতো অসহায় ছিলাম।’

আরও পড়ুন: কাশ্মীরে আতঙ্কবাদী অপারেশনে গিয়ে তুষারঝড়ে শহিদ বাংলার ২ জওয়ান,  শোকের ছায়া পরিবারে

তিনি বলেন,  ‘আমি প্রধানমন্ত্রীর কাছে তাকে (বিবেক অগ্নিহোত্রী) রাজ্যসভার সাংসদ করার জন্য আবেদন করছি। এখন একটি নতুন ট্রেন্ড আছে যে বিবেক অগ্নিহোত্রী এবং অনুপম খেরের মতো লোকেরা রাজ্যসভায় যেতে মরিয়া। তাদের রাজ্যসভায় পাঠানো উচিত, অন্যথায় তারা এই দেশকে বিদ্বেষে ডুবিয়ে দেবে।’

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ১৯৯০-এর দশকে উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের উপরে অত্যাচারের বিষয়ে আলোকপাত করেছে। গত ১১ মার্চ এটি মুক্তি পাওয়ার পর থেকে ছবিটি তীব্র বিতর্কে জড়িয়েছে। এ নিয়ে বিজেপি ও বিরোধী দলগুলোর নেতাদের সমালোচনা ও মন্তব্য প্রকাশ্যে এসেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরে পণ্ডিতদের তুলনায় ৫০ গুণ বেশি ক্ষতি হয়েছে মুসলিমদের: সাজ্জাদ লোন 

আপডেট : ২৪ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের সভাপতি সাজ্জাদ লোন ‘দ্য কাশ্মীর ফাইলস’কে কাল্পনিক কাজ বলে অভিহিত করে  বলেছেন, ছবিটির নির্মাতারা দেশকে ঘৃণার মধ্যে ডুবিয়ে দেবে। তিনি বলেন, কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের তুলনায় ৫০ গুণ বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী সাজ্জাদ লোন আরও বলেন,  কাশ্মীরি পণ্ডিতদের প্রতি অবিচারের বিষয়ে কোনো সন্দেহ নেই। কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের চেয়ে ৫০ গুণ বেশি নিপীড়নের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র একটি সম্প্রদায়ের বেদনাকে নথিভুক্ত করতে পারেন না। আমরা সবাই এতে একসঙ্গে আছি। আমি আমার নিজের বাবাকে হারিয়েছি।’

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি নিকেশ অপারেশনে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সাজ্জাদ লোন আরও বলেন, ১৯৯০-এর দশকে কাশ্মীরি মুসলিমরা পণ্ডিতদের মতো অসহায় ছিল। তিনি বলেন,  ‘এখানে প্রত্যেকেই হয়রানির সম্মুখীন হয়েছে, যদিও তারা (চলচ্চিত্র নির্মাতারা) অতিরঞ্জিত করেছে। তারা জানে না যে পণ্ডিতরা এখনও আমাদের সাথে বসবাস করছেন। তারা কী তাদের কথা ভেবেছেন? তারা আমাদের ভাই। এবং আমরা তাদের ভালোবাসি কিন্তু ১৯৯০-এর দশকে আমরা কাশ্মীরি পণ্ডিতদের মতো অসহায় ছিলাম।’

আরও পড়ুন: কাশ্মীরে আতঙ্কবাদী অপারেশনে গিয়ে তুষারঝড়ে শহিদ বাংলার ২ জওয়ান,  শোকের ছায়া পরিবারে

তিনি বলেন,  ‘আমি প্রধানমন্ত্রীর কাছে তাকে (বিবেক অগ্নিহোত্রী) রাজ্যসভার সাংসদ করার জন্য আবেদন করছি। এখন একটি নতুন ট্রেন্ড আছে যে বিবেক অগ্নিহোত্রী এবং অনুপম খেরের মতো লোকেরা রাজ্যসভায় যেতে মরিয়া। তাদের রাজ্যসভায় পাঠানো উচিত, অন্যথায় তারা এই দেশকে বিদ্বেষে ডুবিয়ে দেবে।’

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি ১৯৯০-এর দশকে উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের উপরে অত্যাচারের বিষয়ে আলোকপাত করেছে। গত ১১ মার্চ এটি মুক্তি পাওয়ার পর থেকে ছবিটি তীব্র বিতর্কে জড়িয়েছে। এ নিয়ে বিজেপি ও বিরোধী দলগুলোর নেতাদের সমালোচনা ও মন্তব্য প্রকাশ্যে এসেছে।