০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের এক বছরের জন্য ভারতের কোচ ইগর স্টিমাচ

সুস্মিতা
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 45


পুবের কলম ওয়েবডেস্ক : সুনীল ছেত্রীদের কোচের পদে থেকে যাচ্ছেন ইগর স্টিমাচ। সব ঠিকঠাক থাকলে স্টিমাচের সঙ্গে আরও এক বছরের চুক্তি করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। জানা গিয়েছে, আগামী দু’একদিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। স্টিমাচের সঙ্গে চুক্তি আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের খেলার জন্যই আগস্ট পর্যন্ত চুক্তি মেয়াদ বাড়ানো হয়।যদিও সামনের অক্টোবরে রয়েছে অনূর্ধ-২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। পরের বছর ফ্রেব্রুয়ারিতে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ।আগস্টে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর জাতীয় দলের কোচের পদ শূন্য থেকে যাবে। জাতীয় দলের ফুটবলারের সঙ্গে কথা বলে ফেডারেশন কর্তাদের মনে হয়েছে, ইগর স্টিমাচের কোচিং নিয়ে ফুটবলাররা যথেষ্ট খুশি। তাঁর কোচিং স্টাইল নিয়ে ফুটবলারদের সেরকম কোনও অসুবিধা নেই। ফেডারেশন কর্তাদের সঙ্গে শ্যাম থাপার নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি মনে করছেন, ইগরের যোগ্যতা নিয়ে কোনও সমস্যা নেই। তাই স্টিমাচের কোচের পদে রেখে দেওয়াটা এআইএফএফ-এর কাছে ভালো সুযোগ বলে মনে করেছেন অনেকে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের এক বছরের জন্য ভারতের কোচ ইগর স্টিমাচ

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার


পুবের কলম ওয়েবডেস্ক : সুনীল ছেত্রীদের কোচের পদে থেকে যাচ্ছেন ইগর স্টিমাচ। সব ঠিকঠাক থাকলে স্টিমাচের সঙ্গে আরও এক বছরের চুক্তি করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। জানা গিয়েছে, আগামী দু’একদিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। স্টিমাচের সঙ্গে চুক্তি আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের খেলার জন্যই আগস্ট পর্যন্ত চুক্তি মেয়াদ বাড়ানো হয়।যদিও সামনের অক্টোবরে রয়েছে অনূর্ধ-২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। পরের বছর ফ্রেব্রুয়ারিতে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ।আগস্টে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর জাতীয় দলের কোচের পদ শূন্য থেকে যাবে। জাতীয় দলের ফুটবলারের সঙ্গে কথা বলে ফেডারেশন কর্তাদের মনে হয়েছে, ইগর স্টিমাচের কোচিং নিয়ে ফুটবলাররা যথেষ্ট খুশি। তাঁর কোচিং স্টাইল নিয়ে ফুটবলারদের সেরকম কোনও অসুবিধা নেই। ফেডারেশন কর্তাদের সঙ্গে শ্যাম থাপার নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি মনে করছেন, ইগরের যোগ্যতা নিয়ে কোনও সমস্যা নেই। তাই স্টিমাচের কোচের পদে রেখে দেওয়াটা এআইএফএফ-এর কাছে ভালো সুযোগ বলে মনে করেছেন অনেকে।