০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুইশ ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু

পুবের কলম প্রতিবেদক: সুইশ ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের পি ভি সিন্ধু। রবিবার ফাইনালে সিন্ধু স্ট্রেট গেমে ২১- ১৬– ২১-৮ হারালেন থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসাননকে। এই প্রথমবার সুইশ ওপেনে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। এর আগে ভারতের আর এক তারকা সাইনা নেহওয়াল দু’বার এই ট্রফি জিতেছেন।

দু’পক্ষের মধ্যে মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছেন সিন্ধু। রবিবারের জয়ের পরে সেই পরিসংখ্যান আরও উন্নত হল।  এ দিন প্রথম গেমে তাও কিছুটা লড়াই করেন বুসানন। এই গেমে একবার সিন্ধু এগোচ্ছিলেন– এক বার বুসানন। বিরতিতে সিন্ধু ১১-৯ এগিয়ে ছিলেন। তিনি যখন ১৮–১৬ এগিয়ে– তখন বুসাননের একটি ভুল তাঁকে আরও এগিয়ে দেয়। দ্বিতীয় গেমে বুসাননকে একদমই ছন্দে পাওয়া যায়নি। কোর্টে একতরফা দাপট নিয়ে খেলতে থাকেন সিন্ধু। বিরতিতে তিনি  এগিয়েছিলেন ১১-২। এরপরে গেম তথা ম্যাচ নিজের পকেটে পুরে নিতে অসুবিধা হয়নি ভারতীয় তারকার। চলতি বছরে এটা দ্বিতীয় বিডব্লুএফ  খেতাব জয় সিন্ধুর।

আরও পড়ুন: বার্মিংহামে সিন্ধু গর্জন, কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে এল কমনওয়েলথের অধরা সোনা

অন্যদিকে পুরষদের সিঙ্গলসের ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির কাছে ১২-ঃ২১– ১৮-২১ হেরে গেলেন ভারতের এইচ এস প্রণয়।

আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু

 

আরও পড়ুন: জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পি ভি সিন্ধু

ট্যাগ :
সর্বধিক পাঠিত

নেতানিয়াহুর শাসন পছন্দ নয়! এক বছরে ইসরাইল ছেড়েছেন প্রায় ৭০ হাজার ইহুদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুইশ ওপেনে চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: সুইশ ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ভারতের পি ভি সিন্ধু। রবিবার ফাইনালে সিন্ধু স্ট্রেট গেমে ২১- ১৬– ২১-৮ হারালেন থাইল্যান্ডের প্রতিপক্ষ বুসাননকে। এই প্রথমবার সুইশ ওপেনে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। এর আগে ভারতের আর এক তারকা সাইনা নেহওয়াল দু’বার এই ট্রফি জিতেছেন।

দু’পক্ষের মধ্যে মুখোমুখি লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছেন সিন্ধু। রবিবারের জয়ের পরে সেই পরিসংখ্যান আরও উন্নত হল।  এ দিন প্রথম গেমে তাও কিছুটা লড়াই করেন বুসানন। এই গেমে একবার সিন্ধু এগোচ্ছিলেন– এক বার বুসানন। বিরতিতে সিন্ধু ১১-৯ এগিয়ে ছিলেন। তিনি যখন ১৮–১৬ এগিয়ে– তখন বুসাননের একটি ভুল তাঁকে আরও এগিয়ে দেয়। দ্বিতীয় গেমে বুসাননকে একদমই ছন্দে পাওয়া যায়নি। কোর্টে একতরফা দাপট নিয়ে খেলতে থাকেন সিন্ধু। বিরতিতে তিনি  এগিয়েছিলেন ১১-২। এরপরে গেম তথা ম্যাচ নিজের পকেটে পুরে নিতে অসুবিধা হয়নি ভারতীয় তারকার। চলতি বছরে এটা দ্বিতীয় বিডব্লুএফ  খেতাব জয় সিন্ধুর।

আরও পড়ুন: বার্মিংহামে সিন্ধু গর্জন, কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে এল কমনওয়েলথের অধরা সোনা

অন্যদিকে পুরষদের সিঙ্গলসের ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টির কাছে ১২-ঃ২১– ১৮-২১ হেরে গেলেন ভারতের এইচ এস প্রণয়।

আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন সিন্ধু

 

আরও পড়ুন: জাপানি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পি ভি সিন্ধু