০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সেলেব ও স্বল্প জানা সঞ্চালকদের নিয়ে রমযানের অনুষ্ঠান নিষিদ্ধের দাবি পাক ওলামাদের

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 11

পুবের কলম প্রতিবেদক : রমযানে পাকিস্তানের চ্যানেলগুলোতে বিভিন্ন সেলেবদের নিয়ে নানা অনুষ্ঠান হয়, তার টিআরপিও ভালো। অনেক সময় এমন অনেক সেলেবদের এই অনুষ্ঠানগুলিতে আনা যাদের বিনোদনমূল্য যথেষ্ট হলেও , রমযানের মত বিষয় নিয়ে অনুষ্ঠানে তারা নেহাতই বেমানান। তেমন সেলেব এবং সঞ্চালকের নিয়ে অনুষ্ঠানে আপত্তি জানিয়েছেন পাক ওলামারাদের একাংশ। মঙ্গলবার ধর্মবিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী পীর নূর-উল-হক কাদরীর এ বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লেখেন । মন্ত্রীর চিঠির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আলেম ওলামারা।

 

তারা বলেছেন বহু সময় এমন সঞ্চালক এই রোযার অনুষ্ঠানগুলি পরিচালনা করেন যাদের বিশেষ ইসলামী জ্ঞান থাকে না। ফলে অনেকে সময় ভুল বার্তা যায়। কখনও কখনও বিশৃঙ্খল দেখা দেয়, যা ঠিক নয়। সে কারণে পাক ওলামারা চাইছেন এমন অনুষ্ঠান বন্ধ হোক। ওলামারা গণমাধ্যমের মালিকদের কাছে তথ্যপূর্ণ অনুষ্ঠান তৈরি করার আহ্বান জানান। তাঁরা বলেন এমন অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি সৃষ্টি করতে পারে। সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য দূর করতে পারে। বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত কিছু বিজ্ঞাপন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় রীতিনীতির পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন।

 

মন্ত্রী কাদরী বলেন পবিত্র রমযান মাসের পবিত্রতা বজায় রেখে অনুষ্ঠানের আয়োজক এবং অংশগ্রহণকারীদের জন্য একটি পোষাক কোড থাকতে হবে। অনুষ্ঠানগুলিতে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়। কাদরি সমস্ত টিভি চ্যানেলের জন্য প্রাসঙ্গিক নির্দেশিকা জারি করতে তথ্য মন্ত্রণালয় এবং পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। তিনি বলেন টিভি অনুষ্ঠানগুলি এমন বিষয়বস্তুর উপর ভিত্তি করে হওয়া উচিত যা কেবল সত্যিকারের ইসলামি জ্ঞানই দেয় না, একই সঙ্গে সমাজের সমস্ত বিভাগে ধর্মীয় সম্প্রীতিকেও প্রচার করে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেলেব ও স্বল্প জানা সঞ্চালকদের নিয়ে রমযানের অনুষ্ঠান নিষিদ্ধের দাবি পাক ওলামাদের

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক : রমযানে পাকিস্তানের চ্যানেলগুলোতে বিভিন্ন সেলেবদের নিয়ে নানা অনুষ্ঠান হয়, তার টিআরপিও ভালো। অনেক সময় এমন অনেক সেলেবদের এই অনুষ্ঠানগুলিতে আনা যাদের বিনোদনমূল্য যথেষ্ট হলেও , রমযানের মত বিষয় নিয়ে অনুষ্ঠানে তারা নেহাতই বেমানান। তেমন সেলেব এবং সঞ্চালকের নিয়ে অনুষ্ঠানে আপত্তি জানিয়েছেন পাক ওলামারাদের একাংশ। মঙ্গলবার ধর্মবিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী পীর নূর-উল-হক কাদরীর এ বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি লেখেন । মন্ত্রীর চিঠির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আলেম ওলামারা।

 

তারা বলেছেন বহু সময় এমন সঞ্চালক এই রোযার অনুষ্ঠানগুলি পরিচালনা করেন যাদের বিশেষ ইসলামী জ্ঞান থাকে না। ফলে অনেকে সময় ভুল বার্তা যায়। কখনও কখনও বিশৃঙ্খল দেখা দেয়, যা ঠিক নয়। সে কারণে পাক ওলামারা চাইছেন এমন অনুষ্ঠান বন্ধ হোক। ওলামারা গণমাধ্যমের মালিকদের কাছে তথ্যপূর্ণ অনুষ্ঠান তৈরি করার আহ্বান জানান। তাঁরা বলেন এমন অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি সৃষ্টি করতে পারে। সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য দূর করতে পারে। বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত কিছু বিজ্ঞাপন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় রীতিনীতির পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন।

 

মন্ত্রী কাদরী বলেন পবিত্র রমযান মাসের পবিত্রতা বজায় রেখে অনুষ্ঠানের আয়োজক এবং অংশগ্রহণকারীদের জন্য একটি পোষাক কোড থাকতে হবে। অনুষ্ঠানগুলিতে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়। কাদরি সমস্ত টিভি চ্যানেলের জন্য প্রাসঙ্গিক নির্দেশিকা জারি করতে তথ্য মন্ত্রণালয় এবং পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। তিনি বলেন টিভি অনুষ্ঠানগুলি এমন বিষয়বস্তুর উপর ভিত্তি করে হওয়া উচিত যা কেবল সত্যিকারের ইসলামি জ্ঞানই দেয় না, একই সঙ্গে সমাজের সমস্ত বিভাগে ধর্মীয় সম্প্রীতিকেও প্রচার করে।