১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কোহলি-রোহিতদের পিছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে সেরা উসমান খোয়াজা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 90

পুবের কলম প্রতিবেদকঃ পাকিস্তানের মাটিতে সম্প্রতি টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স করেছেন উসমান খোয়াজা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১৬৫.৩৩ গড়ে সর্বোচ্চ ৪৯৬ রান করে তিনি সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। তিন টেস্টের পাঁচ ইনিংসে ব্যাটিং করে তাঁর রান ছিল ৯৭– ১৬০– অপরাজিত ৪৪– ৯২ ও অপরাজিত ১০৪। শেষ ম্যাচে তো অল্পের জন্য পাননি জোড়া সেঞ্চুরির স্বাদ। দারুণ এই পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদেরর্ যাঙ্কিংয়ে কেরিয়ার সেরা উচ্চতায় পা রেখেছেন অজি তারকা খোয়াজা।

পাক বংশোদ্ভুত উসমান খোয়াজা ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স  করায় তার প্রতিফলন পড়েছে তাঁর টেস্টর্ যাঙ্কিংয়ে। ৬ ধাপ এগিয়ে তিনি উঠেছেন সাতে। এতে তিনি পিছনে ফেলেছেন বাবর আজম (৫) বিরাট কোহলি (১০)– ট্রাভিস হেড (৯) ও রোহিত শর্মাকে (৮)। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে ৭৯.৪০ গড়ে ৩৯৭ রান করে ২২ ধাপ এগিয়েছেন আবদুল্লাহ শফিক। মুহাম্মদ রিজওয়ান ৮ ধাপ নিচে নেমে ১৯ নম্বরে। ইংল্যান্ড অধিনাযক জো রুট দ্বিতীয় স্থান হারিয়ে চারে নেমে গিয়েছেন। শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। সতীর্থ স্টিভ স্মিথ এখন দ্বিতীয় স্থানে। কেন উইলিয়ামসন রয়েছেন তিন নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষে প্যাট কামিন্স– দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন– তিনে রাবাদা ও চারে বুমরাহ।

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

 

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোহলি-রোহিতদের পিছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে সেরা উসমান খোয়াজা

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ পাকিস্তানের মাটিতে সম্প্রতি টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স করেছেন উসমান খোয়াজা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১৬৫.৩৩ গড়ে সর্বোচ্চ ৪৯৬ রান করে তিনি সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। তিন টেস্টের পাঁচ ইনিংসে ব্যাটিং করে তাঁর রান ছিল ৯৭– ১৬০– অপরাজিত ৪৪– ৯২ ও অপরাজিত ১০৪। শেষ ম্যাচে তো অল্পের জন্য পাননি জোড়া সেঞ্চুরির স্বাদ। দারুণ এই পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদেরর্ যাঙ্কিংয়ে কেরিয়ার সেরা উচ্চতায় পা রেখেছেন অজি তারকা খোয়াজা।

পাক বংশোদ্ভুত উসমান খোয়াজা ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স  করায় তার প্রতিফলন পড়েছে তাঁর টেস্টর্ যাঙ্কিংয়ে। ৬ ধাপ এগিয়ে তিনি উঠেছেন সাতে। এতে তিনি পিছনে ফেলেছেন বাবর আজম (৫) বিরাট কোহলি (১০)– ট্রাভিস হেড (৯) ও রোহিত শর্মাকে (৮)। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে ৭৯.৪০ গড়ে ৩৯৭ রান করে ২২ ধাপ এগিয়েছেন আবদুল্লাহ শফিক। মুহাম্মদ রিজওয়ান ৮ ধাপ নিচে নেমে ১৯ নম্বরে। ইংল্যান্ড অধিনাযক জো রুট দ্বিতীয় স্থান হারিয়ে চারে নেমে গিয়েছেন। শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। সতীর্থ স্টিভ স্মিথ এখন দ্বিতীয় স্থানে। কেন উইলিয়ামসন রয়েছেন তিন নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষে প্যাট কামিন্স– দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন– তিনে রাবাদা ও চারে বুমরাহ।

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

 

আরও পড়ুন: টি-২০তে কোহলিকে টপকে শীর্ষ পাঁচে ওয়ার্নার

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির