০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
জন্মদিনে অভিষেক ইষানের

সুস্মিতা
- আপডেট : ১৮ জুলাই ২০২১, রবিবার
- / 31
পুবের কলম ওয়েব ডেস্ক : রবিবার ২৩ বছরে পা দিলেন ভারতের তরুণ ক্রিকেটার ইষান কিষাণ। আর জন্মদিনের সবচেয়ে বড় উপহাটি পেলেন তিনি। জাতীয় দলের জার্সিতে অভিষেক (ওয়ানডে ম্যাচে) হল তাঁর।এদিন কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেছে ভারত। সেই দলে রয়েছেন ইষান।তবে, শুধুমা্ত্র তিনই নন, এদিন জাতীয় দলের জার্সিতে ওয়ানডে অভিষেক হল আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে ইষানের সতীর্থ সুর্যকুমার যাদবেরও।
Tag :