১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এখনই বাবুঘাট থেকে বাসস্টান্ড সরাতে রাজি নয় মালিকরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
  • / 53

পুবের কলম প্রতিবেদক: বেশ কয়েক বছর ধরেই বলা হচ্ছে- কলকাতার বাবুঘাট এলাকা থেকে বাসস্টান্ড সরিয়ে নিতে হবে। এর জন্য একটি চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। তবে বাস মালিকরা তা মানতে নারাজ। গত ১১ এপ্রিল রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যাওয়া হবে। এর জন্য ১৪ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। কিন্তু, আপাতত সরকারি নির্দেশে বাস্তবসম্মত কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বেসরকারি বাস মালিকরা। সেই কারণে এখনই তারা বাসস্ট্যান্ড বাবুঘাট থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছেন না। তাঁদের দাবি আরও সময় প্রয়োজন।

সাঁতরাগাছিতে বাসস্টান্ড সরানো নিয়ে বেসরকারি বাস মালিকদের দাবি, সেখানে বাসস্ট্যান্ড তৈরির জন্য উপযুক্ত পরিকাঠামোর নেই। বাবুঘাট কলকাতার প্রাণকেন্দ্রে ফলে এখানে মানুষ সহজে বাস ধরতে পারেন। তাদের আরও বক্তব্য, বর্তমানে বাবুঘাট থেকে যে সমস্ত দূরপাল্লার বাস ছাড়ে সাঁতরাগাছিতে গিয়ে সেই সমস্ত যাত্রীদের বাস ধরা সম্ভব নয়। শুধু তাই নয়, সেখান থেকে সহজে কলকাতায় আসাও মুশকিল।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

বাবুঘাট থেকে দূরপাল্লার বাসের পাশাপাশি স্বল্প দূরত্বের বাসও যাতায়াত করে। জেলার সঙ্গে কলকাতার মধ্যে যেসব বাস চলাচল করে সেগুলির একাংশ বাবুঘাট থেকে চলে। বেসরকারি বাস মালিকরা মনে করছেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বাবুঘাট থেকে সাঁতরাগাছি পর্যন্ত বাস চালিয়ে অন্য রুটের বাসের সঙ্গে প্রতিযোগিতায় তাঁরা পারবেন না।

আরও পড়ুন: শহরে এবার, বাস স্ট্যান্ড  উইথ ব্রেস্ট ফিডিং রুমের পরিকল্পনা, ঘোষণা ফিরহাদ হাকিমের

এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবেন বেসরকারি বাস মালিকরা।

আরও পড়ুন: Breaking: বাবুঘাটে গঙ্গা আরতির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এখনই বাবুঘাট থেকে বাসস্টান্ড সরাতে রাজি নয় মালিকরা

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: বেশ কয়েক বছর ধরেই বলা হচ্ছে- কলকাতার বাবুঘাট এলাকা থেকে বাসস্টান্ড সরিয়ে নিতে হবে। এর জন্য একটি চূড়ান্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। তবে বাস মালিকরা তা মানতে নারাজ। গত ১১ এপ্রিল রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সরিয়ে সাঁতরাগাছিতে নিয়ে যাওয়া হবে। এর জন্য ১৪ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়। কিন্তু, আপাতত সরকারি নির্দেশে বাস্তবসম্মত কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বেসরকারি বাস মালিকরা। সেই কারণে এখনই তারা বাসস্ট্যান্ড বাবুঘাট থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছেন না। তাঁদের দাবি আরও সময় প্রয়োজন।

সাঁতরাগাছিতে বাসস্টান্ড সরানো নিয়ে বেসরকারি বাস মালিকদের দাবি, সেখানে বাসস্ট্যান্ড তৈরির জন্য উপযুক্ত পরিকাঠামোর নেই। বাবুঘাট কলকাতার প্রাণকেন্দ্রে ফলে এখানে মানুষ সহজে বাস ধরতে পারেন। তাদের আরও বক্তব্য, বর্তমানে বাবুঘাট থেকে যে সমস্ত দূরপাল্লার বাস ছাড়ে সাঁতরাগাছিতে গিয়ে সেই সমস্ত যাত্রীদের বাস ধরা সম্ভব নয়। শুধু তাই নয়, সেখান থেকে সহজে কলকাতায় আসাও মুশকিল।

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

বাবুঘাট থেকে দূরপাল্লার বাসের পাশাপাশি স্বল্প দূরত্বের বাসও যাতায়াত করে। জেলার সঙ্গে কলকাতার মধ্যে যেসব বাস চলাচল করে সেগুলির একাংশ বাবুঘাট থেকে চলে। বেসরকারি বাস মালিকরা মনে করছেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে বাবুঘাট থেকে সাঁতরাগাছি পর্যন্ত বাস চালিয়ে অন্য রুটের বাসের সঙ্গে প্রতিযোগিতায় তাঁরা পারবেন না।

আরও পড়ুন: শহরে এবার, বাস স্ট্যান্ড  উইথ ব্রেস্ট ফিডিং রুমের পরিকল্পনা, ঘোষণা ফিরহাদ হাকিমের

এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসবেন বেসরকারি বাস মালিকরা।

আরও পড়ুন: Breaking: বাবুঘাটে গঙ্গা আরতির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়