স্থানীয় নির্বাচনে ভালো ফল করতে ব্যর্থ বরিসের দল

- আপডেট : ৮ মে ২০২২, রবিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেনের স্থানীয় নির্বাচনে প্রত্যাশিত ফল পেল না হল বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। জয় পেলেও অনেক এলাকায় ভরাডুবি হয়েছে বরিসপন্থীদের।ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। লন্ডনের কনজারভেটিভ ঘাঁটির বেশ কিছু আসন বরিস জনসনের দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। বেশ কয়েক মাস ধরে জনসনের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা কমছে। এর প্রধান কারণ, প্রধানমন্ত্রী বরিস জনসনের ‘পার্টিগেট’ কেলেঙ্কারি। তাছাড়া, গত কয়েক মাসের দ্রব্যমূল্য বৃদ্ধিও সাধারণ মানুষকে শাসক দলের প্রতি বিরূপ মনোভাবাপন্ন করে তুলেছে। বিরোধী দলগুলোর আশা ছিল, এই সুযোগে স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভাল ফল করবে তারা। তবে ফল ঘোষণার পর দেখা যাচ্ছে, যতটি আশা করেছিল লেবার পার্টি, ততটা ভাল ফল করতে পারেনি তারা।