০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মানবাধিকারের চরম লঙ্ঘন

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 34

পুবের কলম ওয়েবডেস্কঃ ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞায় ইরানিদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ইরানের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তাই দ্রুত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান বুধবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। চলতি মাসের গোড়ার দিকে ইরান সফরে আসেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান। ১২ দিনের লম্বা সফরে তিনি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাবগুলো খতিয়ে দেখেন। সফরের শেষ পর্যায়ে নিজের প্রতিবেদন তুলে ধরে আমেরিকার প্রতি এ আহ্বান জানান। বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ ইরানকে বাগে আনতে না পেরে পশ্চিমা দেশগুলো গত শতাধীর শেষ থেকে ইরানের ওপর লাগাতার নিষেধাজ্ঞা দিয়ে আসছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে শত শত নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে চাপে রাখার নীতি গ্রহণ করা হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়। বিভিন্ন অজুহাতে দেশটির প্রায় সব খাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে দেশটির সরকারের চেয়ে বেশি বিপাকে পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে খাদ্য, চিকিৎসা, শিক্ষা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি ইরানের সকল খাতের ওপর থেকে বিশেষ করে খাদ্য, পানি, ওষুধ ও স্বাস্থ্যখাতের ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমেরিকার প্রতি আহ্বান জানান। অ্যালেনা দোহান বলেন, ‘আমি নিষেধাজ্ঞা প্রদানকারী রাষ্ট্রগুলোকে, বিশেষ করে আমেরিকাকে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। কারণ এসব একতরফা নিষেধাজ্ঞা ইরানের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে। মানবাধিকার মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।’

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মানবাধিকারের চরম লঙ্ঘন

আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞায় ইরানিদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এতে ইরানের নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তাই দ্রুত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান বুধবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। চলতি মাসের গোড়ার দিকে ইরান সফরে আসেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালেনা দোহান। ১২ দিনের লম্বা সফরে তিনি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাবগুলো খতিয়ে দেখেন। সফরের শেষ পর্যায়ে নিজের প্রতিবেদন তুলে ধরে আমেরিকার প্রতি এ আহ্বান জানান। বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশ ইরানকে বাগে আনতে না পেরে পশ্চিমা দেশগুলো গত শতাধীর শেষ থেকে ইরানের ওপর লাগাতার নিষেধাজ্ঞা দিয়ে আসছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে শত শত নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে চাপে রাখার নীতি গ্রহণ করা হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর থেকে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়। বিভিন্ন অজুহাতে দেশটির প্রায় সব খাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে দেশটির সরকারের চেয়ে বেশি বিপাকে পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে খাদ্য, চিকিৎসা, শিক্ষা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি ইরানের সকল খাতের ওপর থেকে বিশেষ করে খাদ্য, পানি, ওষুধ ও স্বাস্থ্যখাতের ওপর থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে আমেরিকার প্রতি আহ্বান জানান। অ্যালেনা দোহান বলেন, ‘আমি নিষেধাজ্ঞা প্রদানকারী রাষ্ট্রগুলোকে, বিশেষ করে আমেরিকাকে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। কারণ এসব একতরফা নিষেধাজ্ঞা ইরানের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে। মানবাধিকার মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।’

আরও পড়ুন: বোমা মারলেও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না, আমেরিকাকে বার্তা ইরানের বিদেশমন্ত্রীর