০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারে সাংবাদিক হত্যার পর কেটে গিয়েছে চারদিন,ধরা পড়েনি আততায়ীরা, বাড়ছে ক্ষোভ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার
  • / 39

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ  বালি মাফিয়াদের বিরুদ্ধে গর্জে উঠেছিল তাঁর কলম। একের পর এক ফাঁস করছিলেন দুর্নীতির পর্দা।জীবন দিয়ে চোকাতে হল মূল্য।বিহারে গুলি করে হত্যা করা হল সাংবাদিক সুভাষ কুমার মাতোকে।  বয়স মাত্র ২৬।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসছে বিহারের সাংবাদিক মহলে। গত ২০ মে সুভাষ নিহত হওয়ার পর কেটে গিয়েছে চারদিন তবে এখনও গ্রেফতার হয়নি দুষ্কৃতীরা। এই নিয়ে ক্রমেই বাড়ছে ক্ষোভ।

ঠিক কি ঘটেছিল? গত ২০ মে বেগুসরাইতে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন সুভাষ। সেখানে যখন মহিলারা নাচ-গান করছিলেন তখন একদল যুবক গিয়ে অশালীন আচরণ করেন। মহিলাদের কটূক্তিও করেন। সুভাষ তার প্রতিবাদ করেন। এরপর সুভাষ যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে বাইকে চড়ে এসে গুলি করে।   কয়েকজন। গুরুতর আহত সুভাষকে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

বিহারের সাংবাদিকরা বলছেন পুলিশ ও প্রশাসন সব জেনেই কোন ব্যবস্থা নিচ্ছেনা। সুভাষের সতীর্থ সাংবাদিকরা দাবি করেছেন নিহত সাংবাদিকের খবরের জেরে কেঁচো খুড়তে কেউটে বের হচ্ছিল। তাই এই নির্ভীক আপোষহীন সাংবাদিককে সরিয়ে দেওয়ার দরকার ছিল।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারে সাংবাদিক হত্যার পর কেটে গিয়েছে চারদিন,ধরা পড়েনি আততায়ীরা, বাড়ছে ক্ষোভ

আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  বালি মাফিয়াদের বিরুদ্ধে গর্জে উঠেছিল তাঁর কলম। একের পর এক ফাঁস করছিলেন দুর্নীতির পর্দা।জীবন দিয়ে চোকাতে হল মূল্য।বিহারে গুলি করে হত্যা করা হল সাংবাদিক সুভাষ কুমার মাতোকে।  বয়স মাত্র ২৬।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসছে বিহারের সাংবাদিক মহলে। গত ২০ মে সুভাষ নিহত হওয়ার পর কেটে গিয়েছে চারদিন তবে এখনও গ্রেফতার হয়নি দুষ্কৃতীরা। এই নিয়ে ক্রমেই বাড়ছে ক্ষোভ।

ঠিক কি ঘটেছিল? গত ২০ মে বেগুসরাইতে এক বিয়েবাড়িতে গিয়েছিলেন সুভাষ। সেখানে যখন মহিলারা নাচ-গান করছিলেন তখন একদল যুবক গিয়ে অশালীন আচরণ করেন। মহিলাদের কটূক্তিও করেন। সুভাষ তার প্রতিবাদ করেন। এরপর সুভাষ যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে বাইকে চড়ে এসে গুলি করে।   কয়েকজন। গুরুতর আহত সুভাষকে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

বিহারের সাংবাদিকরা বলছেন পুলিশ ও প্রশাসন সব জেনেই কোন ব্যবস্থা নিচ্ছেনা। সুভাষের সতীর্থ সাংবাদিকরা দাবি করেছেন নিহত সাংবাদিকের খবরের জেরে কেঁচো খুড়তে কেউটে বের হচ্ছিল। তাই এই নির্ভীক আপোষহীন সাংবাদিককে সরিয়ে দেওয়ার দরকার ছিল।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী