০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিধু মুসওয়ালা খুনে দেহরাদুন থেকে আটক ৬ সন্দেহভাজন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মে ২০২২, সোমবার
  • / 30

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা খুনের ঘটনায় ৬ জন সন্দেহভাজনকে আটক করল পুলিশ। এদের দেহরাদুন থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, সিধু মুসওয়ালা একটি এসইউভি গাড়িতে বসেছিলেন, তখন তার ওপর খুব কাছে থেকে ২০ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। দুষ্কৃতীরা প্রায় ১০ থেকে ১২ জন ছিলেন। ঘটনায় মৃত্যু হয় গায়ক, নেতা সিধু মুসওয়ালা। গুরুতর আহত হন তার অপর দুই বন্ধু। ঘটনায় যৌথভাবে তদন্ত শুরু করে উত্তরাখণ্ড ও পঞ্জাব পুলিশ। এর পরেই ৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। আটক জনকে উত্তরাখণ্ড এসটিএফ-এর হেফাজতে রাখা হয়েছে। এসটিএফ দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে। সূত্রের খবর এই ঘটনাট লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

নিরাপত্তা প্রত্যাহারের ২৪ ঘন্টার মধ্যেই খুন পঞ্জাবের নেতা, গায়ক সিধু মুসওয়ালা। রবিবার তার পৈতৃক বাড়ির অদূরেই ২৯ বছর বয়সী সিধু মুসওয়ালে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

 

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোই হত্যার এই হত্যার দায় স্বীকার করেছে বলে খবর। পঞ্জাব পুলিশ এই ঘটনায় জোরদার তদন্ত চালাচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিধু মুসওয়ালা খুনে দেহরাদুন থেকে আটক ৬ সন্দেহভাজন

আপডেট : ৩০ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের কংগ্রেস নেতা সিধু মুসওয়ালা খুনের ঘটনায় ৬ জন সন্দেহভাজনকে আটক করল পুলিশ। এদের দেহরাদুন থেকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, সিধু মুসওয়ালা একটি এসইউভি গাড়িতে বসেছিলেন, তখন তার ওপর খুব কাছে থেকে ২০ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। দুষ্কৃতীরা প্রায় ১০ থেকে ১২ জন ছিলেন। ঘটনায় মৃত্যু হয় গায়ক, নেতা সিধু মুসওয়ালা। গুরুতর আহত হন তার অপর দুই বন্ধু। ঘটনায় যৌথভাবে তদন্ত শুরু করে উত্তরাখণ্ড ও পঞ্জাব পুলিশ। এর পরেই ৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। আটক জনকে উত্তরাখণ্ড এসটিএফ-এর হেফাজতে রাখা হয়েছে। এসটিএফ দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে। সূত্রের খবর এই ঘটনাট লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

নিরাপত্তা প্রত্যাহারের ২৪ ঘন্টার মধ্যেই খুন পঞ্জাবের নেতা, গায়ক সিধু মুসওয়ালা। রবিবার তার পৈতৃক বাড়ির অদূরেই ২৯ বছর বয়সী সিধু মুসওয়ালে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

 

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোই হত্যার এই হত্যার দায় স্বীকার করেছে বলে খবর। পঞ্জাব পুলিশ এই ঘটনায় জোরদার তদন্ত চালাচ্ছে।