০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গুরদোয়ারে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত একটি গুরদোয়ারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুরদোয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকালে গুরদোয়ারে বিস্ফোরণ হলেও হতাহতের বিষয়টি স্পষ্ট নয়। গুরনাম সিং নামের ওই কর্মকর্তা বলেন, ‘মন্দিরের অভ্যন্তরে প্রায় ৩০ জন ছিলেন। তাঁদের কতজন বেঁচে আছেন আর কতজন মারা গেছেন, তা আমরা জানি না।’ আফগান সরকার এখনও পর্যন্ত বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেনি। এ ছাড়া এর নেপথ্যে কারা রয়েছে, তাও এখনও স্পষ্ট নয়। গুরদোয়ার এলাকা থেকে ধূসর ধোঁয়া ওড়ার ভিডিয়ো প্রকাশিত হয়েছে। আফগানিস্তানের তালিবান নেতারা বলছেন, গতবছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তারা পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব হাতে নিয়েছেন। তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, দেশটিতে আইএসের মতো সন্ত্রাসী দল তৎপর রয়েছে। গত কয়েক মাসে দেশটিতে একাধিক হামলাও হয়েছে। হামলাগুলির মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে আইএস। শনিবারের বিস্ফোরণের আগে শুক্রবার উত্তরের শহর কুন্দুজের একটি মসজিদে একটি বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত এবং দু’জন আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুরদোয়ারে বিস্ফোরণ, হতাহতের আশঙ্কা

আপডেট : ১৮ জুন ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত একটি গুরদোয়ারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুরদোয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সকালে গুরদোয়ারে বিস্ফোরণ হলেও হতাহতের বিষয়টি স্পষ্ট নয়। গুরনাম সিং নামের ওই কর্মকর্তা বলেন, ‘মন্দিরের অভ্যন্তরে প্রায় ৩০ জন ছিলেন। তাঁদের কতজন বেঁচে আছেন আর কতজন মারা গেছেন, তা আমরা জানি না।’ আফগান সরকার এখনও পর্যন্ত বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেনি। এ ছাড়া এর নেপথ্যে কারা রয়েছে, তাও এখনও স্পষ্ট নয়। গুরদোয়ার এলাকা থেকে ধূসর ধোঁয়া ওড়ার ভিডিয়ো প্রকাশিত হয়েছে। আফগানিস্তানের তালিবান নেতারা বলছেন, গতবছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তারা পুরো দেশের নিরাপত্তার দায়িত্ব হাতে নিয়েছেন। তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, দেশটিতে আইএসের মতো সন্ত্রাসী দল তৎপর রয়েছে। গত কয়েক মাসে দেশটিতে একাধিক হামলাও হয়েছে। হামলাগুলির মধ্যে কয়েকটির দায় স্বীকার করেছে আইএস। শনিবারের বিস্ফোরণের আগে শুক্রবার উত্তরের শহর কুন্দুজের একটি মসজিদে একটি বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত এবং দু’জন আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।