মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল পাস-এর পরেই রাজ্যকে নিশানা রাজ্যপালের

- আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার
- / 14
পুবের কলম,ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল পাস হল। চিরকূটে ভোট গ্রহণে রাজ্যসভায় বিল পাস হয়। গণনাযন্ত্রে ত্রুটি, চিরকূটে বিল পাস করানো হয়। আর এরপরেই রাজ্যকে নিশানা করে স্বভাবচিত ভঙ্গিতে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল বলেন, বাংলার মতো ভোট পরবর্তী সন্ত্রাস কোথাও দেখা যায়নি। সন্ত্রাস বন্ধে সরকার কোনও উদ্যোগ নেইনি। আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে।
রাজ্যে আইনি শাসনব্যবস্থার দিকে আঙুল তুলে রাজ্যপাল বলেন, পুলিশ প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত। রাজ্যে গণতন্ত্র বিপন্ন। তালিকায় না থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে। রাজ্যেয় শিক্ষা ব্যবস্থা একদম ধবংস হয়ে গেছে।
মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল পাস প্রসঙ্গে রাজ্যের দিকে আঙুল তুলে রাজ্যপাল বলেন, রাজ্য সরকার নতুন পদ তৈরির চেষ্টা করছেন। আইন ও সংবিধান মেনে ব্যবস্থা নেব।
বাংলায় সিন্ডিকেট রাজ চলছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল।