২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেট সংযোগ শেষ!অফলাইন থেকেও করতে পারবেন মেল, জেনে নিন উপায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার
  • / 38

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বর্তমানে ইন্টারনেট ছাড়া আমাদের জীবন অচল।কিন্তু অনেক সময় দেখা যায় নেট সংযোগ কোন কারনে শেষ হয়ে গিয়েছে বা ওয়াইফাইও ঠিকঠাক কাজ করছেনা। হয়ত এই সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা মেল পাঠাতে হবে, কিন্তু আপনার নেট সংযোগ বিচ্ছিন্ন। এমতাবস্থায় আমাদের মনে হয় এমন যদি কোন উপায় থাকত যে নেট সংযোগ ছাড়াই  ই- মেল করা যেত। এবার গুগল আপনার জন্য নিয়ে এসেছে সেই পরিষেবা।

 এই পরিষেবার পোশাকি নাম দেওয়া হয়েছে জিমেল অফলাইন।  এবার জেনে নিন কি ভাবে এই পরিষেবা আপনিও পেতে পারেন।

তার জন্য আপনাকে খুব সহজ কয়েকটি পদ্ধতি শুধু মেনে চলতে হবে। আসুন একনজরে দেখে নেওয়া যাক

১ আপনার ডেস্কটপটিতে ক্রোম বাউজার যেন অ্যাক্টিভ থাকে

২ এবার লগইন করে আপনার জি-মেইলে পবেশ করুন

৩ খুঁজে নিন সেটিংস অপশন,

৪ এবার সেটিংসে গিয়ে ক্লিক করুন,

৫ দেখতে পাবেন See All Settings

৬ এবার এতে ক্লিক করুন, সামনে আসবে offline Option

৭ অফলাইন ট্যাবটি ক্লিক করলে আপনার সামনে ভেসে উঠবে একটি চেকবক্স, যেখানে লেখা থাকবে – Enable offline mail, আপনি অবশ্যই এখানে আপনার সম্মতি দিয়ে রাখতে হবে।

 

 

৮ এতে ক্লিক করলেই এবার সহজে আপনি পেয়ে যাবেন   অফলাইন থেকেও মেল করার সুবিধে।

৯  তবে  এরপরেও আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন গুগল আপনার কাছ থেকে জানতে চাইবে কতদিন আপনি এই অফলাইন পরিষেবা ব্যবহার করতে চান।  আপনার জি- মেইলে কতটা জায়গা আছে। সব প্রশ্নের উত্তর সন্তোষজনক উত্তর দিলেই আপনার অফলাইন জি-মেইল পরিষেবা শুরু হয়ে যাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেট সংযোগ শেষ!অফলাইন থেকেও করতে পারবেন মেল, জেনে নিন উপায়

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বর্তমানে ইন্টারনেট ছাড়া আমাদের জীবন অচল।কিন্তু অনেক সময় দেখা যায় নেট সংযোগ কোন কারনে শেষ হয়ে গিয়েছে বা ওয়াইফাইও ঠিকঠাক কাজ করছেনা। হয়ত এই সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা মেল পাঠাতে হবে, কিন্তু আপনার নেট সংযোগ বিচ্ছিন্ন। এমতাবস্থায় আমাদের মনে হয় এমন যদি কোন উপায় থাকত যে নেট সংযোগ ছাড়াই  ই- মেল করা যেত। এবার গুগল আপনার জন্য নিয়ে এসেছে সেই পরিষেবা।

 এই পরিষেবার পোশাকি নাম দেওয়া হয়েছে জিমেল অফলাইন।  এবার জেনে নিন কি ভাবে এই পরিষেবা আপনিও পেতে পারেন।

তার জন্য আপনাকে খুব সহজ কয়েকটি পদ্ধতি শুধু মেনে চলতে হবে। আসুন একনজরে দেখে নেওয়া যাক

১ আপনার ডেস্কটপটিতে ক্রোম বাউজার যেন অ্যাক্টিভ থাকে

২ এবার লগইন করে আপনার জি-মেইলে পবেশ করুন

৩ খুঁজে নিন সেটিংস অপশন,

৪ এবার সেটিংসে গিয়ে ক্লিক করুন,

৫ দেখতে পাবেন See All Settings

৬ এবার এতে ক্লিক করুন, সামনে আসবে offline Option

৭ অফলাইন ট্যাবটি ক্লিক করলে আপনার সামনে ভেসে উঠবে একটি চেকবক্স, যেখানে লেখা থাকবে – Enable offline mail, আপনি অবশ্যই এখানে আপনার সম্মতি দিয়ে রাখতে হবে।

 

 

৮ এতে ক্লিক করলেই এবার সহজে আপনি পেয়ে যাবেন   অফলাইন থেকেও মেল করার সুবিধে।

৯  তবে  এরপরেও আরও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন গুগল আপনার কাছ থেকে জানতে চাইবে কতদিন আপনি এই অফলাইন পরিষেবা ব্যবহার করতে চান।  আপনার জি- মেইলে কতটা জায়গা আছে। সব প্রশ্নের উত্তর সন্তোষজনক উত্তর দিলেই আপনার অফলাইন জি-মেইল পরিষেবা শুরু হয়ে যাবে।