০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকল এক ব্যক্তি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
  • / 15

পূবের কলম ওয়েবডেস্কঃ মধ্যরাত্রিতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়েন এক ব্যক্তি।এমনকি সারা রাত চুপ করেই লুকিয়ে ছিলেন সেই ব্যক্তি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র।যদিও সেই ব্যক্তিটিকে পুলিশ আটক করেছে, তবে নিরাপত্তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন।

তবে পুরো ঘটনাটি কি? ঠিক কি ঘটেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, তা জানতে কৌতূহলী হয়ে উঠেছে আম জনতা থেকে শুরু করে রাজ্যবাসি।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাত একটা নাগাদ ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ঢুকে পড়েন তিনি।সারা রাত্রি ওই ঘরেই ঘাপটি মেরে বসেছিলেন তিনি।

 

সকালবেলা তাঁকে দেখতে পেয়েই হইচই পড়ে যায় । যদিও পরে তাঁকে কালিঘাট থানার পুলিশ আটক করে। কী করে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়লেন সেটাই খতিয়ে দেখছে পুলিশ।তবে একটাই প্রশ্ন উঠছে, রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়ি মানেই হাই সিকিউরিটি জোন। জেড ক্যাটগরি নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে একজন ঢুকে পড়লেন? তা ভাবাচ্ছে নিরাপত্তারক্ষীদের।

উল্লেখ্য, কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে একটু দুরেই জোড়া খুনের ঘটনা ঘটে।সেই সময়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
সূত্রের খবর অনুযায়ী, ওই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল।তারপর থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছিলেন প্রশাসন।আর তারপরেই ফের এমন ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক ওয়াকিবহল মহলের মধ্যে।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি পাঁচিল টপকে ঢুকেছিল তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের কাছে জানতে চাওয়া হতে পারে কি ভাবে এত বড় ঘটনা ঘটল। তাঁদের গাফিলতি নিয়েও উঠতে পারে প্রশ্ন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকল এক ব্যক্তি, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার

পূবের কলম ওয়েবডেস্কঃ মধ্যরাত্রিতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়েন এক ব্যক্তি।এমনকি সারা রাত চুপ করেই লুকিয়ে ছিলেন সেই ব্যক্তি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র।যদিও সেই ব্যক্তিটিকে পুলিশ আটক করেছে, তবে নিরাপত্তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন।

তবে পুরো ঘটনাটি কি? ঠিক কি ঘটেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, তা জানতে কৌতূহলী হয়ে উঠেছে আম জনতা থেকে শুরু করে রাজ্যবাসি।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাত একটা নাগাদ ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ঢুকে পড়েন তিনি।সারা রাত্রি ওই ঘরেই ঘাপটি মেরে বসেছিলেন তিনি।

 

সকালবেলা তাঁকে দেখতে পেয়েই হইচই পড়ে যায় । যদিও পরে তাঁকে কালিঘাট থানার পুলিশ আটক করে। কী করে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের চোখের আড়ালে ঢুকে পড়লেন সেটাই খতিয়ে দেখছে পুলিশ।তবে একটাই প্রশ্ন উঠছে, রাজ্যের প্রশাসনিক প্রধানের বাড়ি মানেই হাই সিকিউরিটি জোন। জেড ক্যাটগরি নিরাপত্তা বলয়ের মধ্যেও কীভাবে একজন ঢুকে পড়লেন? তা ভাবাচ্ছে নিরাপত্তারক্ষীদের।

উল্লেখ্য, কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে একটু দুরেই জোড়া খুনের ঘটনা ঘটে।সেই সময়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
সূত্রের খবর অনুযায়ী, ওই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল।তারপর থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছিলেন প্রশাসন।আর তারপরেই ফের এমন ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক ওয়াকিবহল মহলের মধ্যে।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি পাঁচিল টপকে ঢুকেছিল তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের কাছে জানতে চাওয়া হতে পারে কি ভাবে এত বড় ঘটনা ঘটল। তাঁদের গাফিলতি নিয়েও উঠতে পারে প্রশ্ন।