০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তিন মাসে দুধ দিচ্ছে বাছুর, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা

ইমামা খাতুন
  • আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
  • / 71

REPRESENTATIVE IMAGE

পূবের কলম ওয়েবডেস্কঃ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। সাধারণ মানুষের মনে জাগিয়ে দেয় প্রশ্ন ও কৌতূহল! মনে করিয়ে দেয় আল্লাহ্‌ চাইলেই কি না পারেন। আল্লাহ্‌ রাব্বুল আলামিনের কাছে কিছুই অসম্ভব নয়। নাহলে তিন মাসের বাছুর কখনও দুধ দেয়! শুনতে অবাক লাগলেও এই ঘটনা সত্য। এমনই বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকছে তুফানগঞ্জ।

গৃহস্থের পোষা গরুর বাচ্চা হয়েছে মাত্র তিন মাস আগে। যেই বাছুরটির এখন দুধ খাওয়ার বয়স, সে এই বয়সে দিচ্ছে দুধ। গোটা ঘটনায় আলোড়ন পরে গেছে ওই গ্রামে।

আরও পড়ুন: আপের ২২ জনের মধ্যে ১৪ জন মুসলিম ও দলিত

রবিবার অবাক করা এই ঘটনার সাক্ষী থাকল তুফানগঞ্জের ছাটগেন্দিগুড়ি এলাকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সেই বাছুরটিকে দেখতে এলাকায় ভিড় জমান স্থানীয়রা। সকলের মুখে একই কথা ‘এমন কাণ্ড কোনওদিন দেখিনি!’

আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমায় দেশ বিদেশের ভিক্ষু সমাবেশ কলকাতায়, উপস্থিত রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়

বাছুরের মালিক সিদ্দিক আলি মিয়া জানান, ‘আজ সকালেই দেখলাম বাছুরটি দুধ দিচ্ছে। তিনি আরও বলেন, এর আগে কোনওদিন এমন ঘটনা দেখিনি। এটা হয়ত আল্লাহর কুদরতি!’ তবে তিনি ইতিমধ্যেই পশু চিকিত্‍সকের পরামর্শ নিয়েছেন, তবে গ্রামের ডাক্তারের সঙ্গে কথা বলে কোনও লাভ হয়নি। তাই তিনি শহরের কোনও ডাক্তারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করার চিন্তা ভাবনা করছেন।

আরও পড়ুন: ২০ দিন পর বন্ধু আরিফকে দেখে আনন্দে মেতে ওঠে সারস

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন মাসে দুধ দিচ্ছে বাছুর, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা

আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার

পূবের কলম ওয়েবডেস্কঃ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না। সাধারণ মানুষের মনে জাগিয়ে দেয় প্রশ্ন ও কৌতূহল! মনে করিয়ে দেয় আল্লাহ্‌ চাইলেই কি না পারেন। আল্লাহ্‌ রাব্বুল আলামিনের কাছে কিছুই অসম্ভব নয়। নাহলে তিন মাসের বাছুর কখনও দুধ দেয়! শুনতে অবাক লাগলেও এই ঘটনা সত্য। এমনই বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকছে তুফানগঞ্জ।

গৃহস্থের পোষা গরুর বাচ্চা হয়েছে মাত্র তিন মাস আগে। যেই বাছুরটির এখন দুধ খাওয়ার বয়স, সে এই বয়সে দিচ্ছে দুধ। গোটা ঘটনায় আলোড়ন পরে গেছে ওই গ্রামে।

আরও পড়ুন: আপের ২২ জনের মধ্যে ১৪ জন মুসলিম ও দলিত

রবিবার অবাক করা এই ঘটনার সাক্ষী থাকল তুফানগঞ্জের ছাটগেন্দিগুড়ি এলাকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সেই বাছুরটিকে দেখতে এলাকায় ভিড় জমান স্থানীয়রা। সকলের মুখে একই কথা ‘এমন কাণ্ড কোনওদিন দেখিনি!’

আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমায় দেশ বিদেশের ভিক্ষু সমাবেশ কলকাতায়, উপস্থিত রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়

বাছুরের মালিক সিদ্দিক আলি মিয়া জানান, ‘আজ সকালেই দেখলাম বাছুরটি দুধ দিচ্ছে। তিনি আরও বলেন, এর আগে কোনওদিন এমন ঘটনা দেখিনি। এটা হয়ত আল্লাহর কুদরতি!’ তবে তিনি ইতিমধ্যেই পশু চিকিত্‍সকের পরামর্শ নিয়েছেন, তবে গ্রামের ডাক্তারের সঙ্গে কথা বলে কোনও লাভ হয়নি। তাই তিনি শহরের কোনও ডাক্তারের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করার চিন্তা ভাবনা করছেন।

আরও পড়ুন: ২০ দিন পর বন্ধু আরিফকে দেখে আনন্দে মেতে ওঠে সারস