বেলারুশে ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের

- আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
- / 84
পুবের কলম ওয়েবডেস্কঃ বেলারুশের সেনাঘাঁটিতে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযাগ তুলেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কা। এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় তিন দিন আগে বেলারুশের সেনাঘাঁটিগুলোতে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিন্তু প্রতিটি হামলা প্রতিহতের দাবি করেছে বেলারুশের সেনাবাহিনী। এই হামলার পর ইউক্রেনকে সতর্ক করে দিয়ে লুকাশেঙ্কো বলেছেন, ‘কিয়েভে যুদ্ধে জড়ানোর কোনও ইচ্ছা বেলারুশের নেই। তবে যেচে যুদ্ধ করতে চাইলে আমরা কাউকে ছেড়ে কথা বলব না।’ বেলারুশের এ অভিযোগের ব্যাপারে ইউক্রেন এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। বেলারুশের প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুদ্ধে জড়ানোর জন্য উসকানি দিচ্ছে ইউক্রেন। আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেনের ভেতর থেকে ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।’ উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার অভিযানকে প্রথম থেকেই সমর্থন করে আসছে বেলারুশ।