এই বিরল জলপ্রপাতের জলরাশি মাটি স্পর্শ করে না! ভিডিয়ো দেখলে চমকে যাবেন আপনি

- আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 26
পুবের কলম ওয়েব ডেস্ক: গোটা দেশ জুড়ে বর্ষা নেমেছে । এই বর্ষার জলে প্রাণের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে।এই ঋতুতে যখন সবুজের সমারোহ হয় চার পাশের গাছ পালা হয়ে ওঠে আরও সজীব, প্রাণবন্ত। এই সময় প্রকৃতি এমন কিছু মুহূর্ত উপহার দেয়, যা হয়তো আজীবন মনে জায়গা করে নেয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, একটি জলপ্রপাতের জল নিচে নামার বদলে উপরের দিকে উঠে যাচ্ছে। এমনই একটি বিরল দৃশ্যের সাক্ষী থাকল মহারাষ্ট্রের নানেঘাট।
When the magnitude of wind speed is equal & opposite to the force of gravity. The water fall at its best during that stage in Naneghat of western ghats range.
Beauty of Monsoons. pic.twitter.com/lkMfR9uS3R— Susanta Nanda (@susantananda3) July 10, 2022
বর্ষায় এই জলপ্রপাতের অপরূপ দৃশ্যের টানে বহু পর্যটক ছুটে যান সেখানে।
উল্লেখ্য, প্রবল বর্ষণে ভাসছে মহারাষ্ট্রের একাংশ। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভিন্ন ভিন্ন জেলাতেও। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও নানেঘাটের এই জলপ্রপাতের এক টুকরো দৃশ্য মন কেড়েছে প্রকৃতিপ্রেমী থেকে সাধারণ মানুষের।
প্রসঙ্গত,নানেঘাট পাহাড় হল, পশ্চিমঘাট পর্বতমালার কোঙ্কন উপকূল এবং দাক্ষিণাত্য মালভূমির জুন্নার শহরের মধ্যে অবস্থিত এক পার্বত্য গিরিপথ। এই গিরিপথেই, দুই পাহাড়ের মধ্যে অবস্তৃত এক জলপ্রপাতে এই দৃশ্য দেখা গিয়েছে।
আর কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের অন্যান্য সকল জায়গার মতোই নানেঘাট এলাকাতেও প্রবল বর্ষণ শুরু হয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া।
প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার কারণেই জলপ্রপাতটির জলের ধারাকে প্রায় উড়ে যেতে দেখা যাচ্ছে।ভাইরাল হওয়া ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে বর্ষায় পাহাড়টি একেবারে সবুজে ঢেকে গিয়েছে। আর সেই সবুজের প্রেক্ষাপটে ভেসে বেড়াচ্ছে মেঘ।সে যেন এক স্বর্গীয় দৃশ্য।
ভাইরাল হওয়া ভিডিও দেখে কমেন্ট করতেও ভোলেন নি নেটিজেনরা।কেউ কেউ তো বলছেন, ‘পৃথিবীতে স্বর্গ নেমে এসেছে।’
প্রসঙ্গত,এই পৃথিবী রহস্যময় স্থানে পরিপূর্ণ। তার মধ্যে অনেকটাই এখনও মানবজাতির দ্বারা অন্বেষণ করা সম্ভব হয়ে ওঠেনি। ভারতেও এমন কিছু রহস্যময়ী জায়গা আছে,যেইগুলো খুঁজে বার করা গেলেও, সাধারণের কাছে খুবই কম পরিচিত।