০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে সরকারি স্কুলে জোর করে খোলানো হল ২ দলিত ছাত্রীর ইউনিফর্ম! সাসপেন্ড ২ শিক্ষিকা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 21

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক:   কেরলের বেশ কয়েকটি নিট পরীক্ষাকেন্দ্রে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খোলানোর ঘটনায় নিন্দায় সরব সব মহলই। এবার প্রায় সেই রকমই ঘটনার পুনরাবৃত্তি ঘটল উত্তরপ্রদেশে। জোর করে দুই দলিত ছাত্রীর ইউনিফর্ম খুলে দেওয়ার অভিযোগ উঠল একটি সরকারি স্কুলের দুই শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনায় হতবাক অভিভাবকেরা। উত্তরপ্রদেশের হাপুরের একটি সরকারি প্রাথমিক স্কুলের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।

ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, স্কুল ইউনিফর্ম পরে সমস্ত পড়ুয়ার ছবি তোলা হচ্ছিল। কিন্তু অন্য দুই ছাত্রীর পরনে স্কুল ইউনিফর্ম ছিল না। তাই ওই দুই দলিত শিশুকন্যার পোশাক খুলে অন্য দুই ছাত্রীকে পরতে বলেন শিক্ষিকারা। কিন্তু শিক্ষিকার নির্দেশ শুনতে রাজি হয়নি ওই দুই দলিত ছাত্রী। এর পরেই শিক্ষিকার কথা না শোনার জন্য দুই ছাত্রীকে মারধর করা হয়। খুলে নেওয়া হয় ইউনিফর্ম।

আরও পড়ুন: মিলছে না ইউনিফর্মের টাকা, শীতে কাঁপতে কাঁপতে স্কুলে  আসছে যোগীরাজ্যের পড়ুয়ারা  

এক ছাত্রীর মা জানিয়েছেন, পড়ুয়াদের ছবি তোলা হচ্ছিল। আমার মেয়েকে ইউনিফর্ম খুলতে বলা হয়। ওই পোশাক অন্য এক ছাত্রীকে দিতে বলেন। আমার মেয়ে পোশাক খুলতে চায়নি। তাই তাকে মারধর করে জোর করে পোশাক খোলানো হয়। স্কুলে অভিযোগ জানিয়েও কোনও সদুত্তর পায়নি।

আরও পড়ুন: উদয়পুরের স্কুলে দলিত ছাত্রীরা খাবার পরিবেশন করায়, ছাত্রদের  থালা ছুঁড়ে ফেলে দেওয়ার নির্দেশ, গ্রেফতার  রাঁধুনি

অপর এক ছাত্রীর বাবার অভিযোগ, তফসিলি সম্প্রদায়ের বলেই হয়তো এই দুই ছাত্রীর সঙ্গে এমন আচরণ করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে সরকারি স্কুলে জোর করে খোলানো হল ২ দলিত ছাত্রীর ইউনিফর্ম! সাসপেন্ড ২ শিক্ষিকা

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:   কেরলের বেশ কয়েকটি নিট পরীক্ষাকেন্দ্রে মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খোলানোর ঘটনায় নিন্দায় সরব সব মহলই। এবার প্রায় সেই রকমই ঘটনার পুনরাবৃত্তি ঘটল উত্তরপ্রদেশে। জোর করে দুই দলিত ছাত্রীর ইউনিফর্ম খুলে দেওয়ার অভিযোগ উঠল একটি সরকারি স্কুলের দুই শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনায় হতবাক অভিভাবকেরা। উত্তরপ্রদেশের হাপুরের একটি সরকারি প্রাথমিক স্কুলের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।

ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, স্কুল ইউনিফর্ম পরে সমস্ত পড়ুয়ার ছবি তোলা হচ্ছিল। কিন্তু অন্য দুই ছাত্রীর পরনে স্কুল ইউনিফর্ম ছিল না। তাই ওই দুই দলিত শিশুকন্যার পোশাক খুলে অন্য দুই ছাত্রীকে পরতে বলেন শিক্ষিকারা। কিন্তু শিক্ষিকার নির্দেশ শুনতে রাজি হয়নি ওই দুই দলিত ছাত্রী। এর পরেই শিক্ষিকার কথা না শোনার জন্য দুই ছাত্রীকে মারধর করা হয়। খুলে নেওয়া হয় ইউনিফর্ম।

আরও পড়ুন: মিলছে না ইউনিফর্মের টাকা, শীতে কাঁপতে কাঁপতে স্কুলে  আসছে যোগীরাজ্যের পড়ুয়ারা  

এক ছাত্রীর মা জানিয়েছেন, পড়ুয়াদের ছবি তোলা হচ্ছিল। আমার মেয়েকে ইউনিফর্ম খুলতে বলা হয়। ওই পোশাক অন্য এক ছাত্রীকে দিতে বলেন। আমার মেয়ে পোশাক খুলতে চায়নি। তাই তাকে মারধর করে জোর করে পোশাক খোলানো হয়। স্কুলে অভিযোগ জানিয়েও কোনও সদুত্তর পায়নি।

আরও পড়ুন: উদয়পুরের স্কুলে দলিত ছাত্রীরা খাবার পরিবেশন করায়, ছাত্রদের  থালা ছুঁড়ে ফেলে দেওয়ার নির্দেশ, গ্রেফতার  রাঁধুনি

অপর এক ছাত্রীর বাবার অভিযোগ, তফসিলি সম্প্রদায়ের বলেই হয়তো এই দুই ছাত্রীর সঙ্গে এমন আচরণ করা হয়েছে।