১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সকলকে সাবধানে, প্রশাসনকে সহযোগিতা করে ২১ শে জুলাই সমাবেশে আসার ফেসবুক বার্তা তৃণমূল সুপ্রিমোর  

পুবের কলম, ওয়েবডেস্ক: ২১ শে জুলাই মানুষের এক আবেগ এক উন্মাদনার, আন্দোলনের নাম সেটাই আজ একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের প্রস্তুতি তুঙ্গে,  আর আগে বুধবার এক ফেসবুক বার্তার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল সহ সাধারণ মানুষকে কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূল নেত্রী বলেন, সবারে করি আহ্বান। সবাই আসুন, সাবধানে আসুন। আসতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। নিজেরা নিজেদের সহযোগিতা করুন। প্রশাসনকে সাহায্য করুন। প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে, যাতে সবাই সাবধানে আসতে পারেন, তার পরে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যেতে পারেন।

আরও পড়ুন: গঙ্গাসাগরে অসুস্থ ভিন রাজ্যের দুই তীর্থ যাত্রী, চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠালো প্রশাসন

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

(সৌজন্যে ফেসবুক)

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

তৃণমূল নেত্রী বলেন, সমস্ত রাজনৈতিক দল ও রাজ্যের সাধারণ মানুষের কাছে ২১ শে জুলাই এক আন্দোলন, ভাষা, ভালোবাসার নাম। আমি সবাইকে আসতে অনুরোধ করব। তবে যারা শারীরিক অসুবিধার কারণে আসতে পারবেন না, তারা ঘরে বসে টিভি এই অনুষ্ঠান দেখুন।

উল্লেখ্য, গত দুবছর ধরে করোনার কারণে ২১ জুলাই সমাবেশ বন্ধ ছিল। এবার এই  কর্মসূচি বড় করে হচ্ছে। ফলে খুব সাধারণ ভাবেই মানুষের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বাড়িতে এক ব্যক্তির অজ্ঞাতসারে ঢোকা নিয়ে এবার একটু বেশি কড়া কলকাতা পুলিশ।

নিরাপত্তার কথা মাথায় রেখে এবার ধর্মতলা এলাকাকে এ, বি, সি, ডি— এই চারটি জোনে ভাগ করা হয়েছে। মঞ্চের পেছনে সিইএসই-র দফতর পড়ে যাচ্ছে বি জোনে। সেখানে থাকবেন নিরাপত্তা আধিকারিকরা। এ দিন সিইএসই ও আয়কর ভবনের কর্মীরা তাদের অফিসের পেছন দিয়ে দফতরে ঢুকবেন।

 

শহিদ দিবসে শহরের সব রাস্তায় যানজট আটকাতে একাধিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সব রকম পণ্যবাহী যানবাহন শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই ভাবে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাম চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকবে উত্তর ও মধ্য কলকাতার কলেজ স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, বিধান সরণি, রবীন্দ্র সরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো একাধিক বড় রাস্তা।

 

এ দিন বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে। তবে তার পরেও ঢাকা হবে না মঞ্চ। তৃণমূল সমর্থকরা যাতে নেত্রীকে দেখতে পান তার জন্য মঞ্চ খোলা কারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ই-মলের কাছ থেকে শুরু করে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের নীচে দাঁড়িয়েও যাতে তৃণমূল সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান তার ব্যবস্থা করা হয়েছে। বস্তুতপক্ষে সেভাবেই তৈরি হয়েছে মঞ্চ। ঢাকা মঞ্চ দৃষ্টিপথে বাধার সৃষ্টি করে। অতীতে খোলা মঞ্চে বৃষ্টি উপেক্ষা করে বক্তব্য রেখেছেন তৃণমূল নেত্রী। এবার বৃষ্টি হলে তার ব্যতিক্রম হবে না।

সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সকলকে সাবধানে, প্রশাসনকে সহযোগিতা করে ২১ শে জুলাই সমাবেশে আসার ফেসবুক বার্তা তৃণমূল সুপ্রিমোর  

আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ২১ শে জুলাই মানুষের এক আবেগ এক উন্মাদনার, আন্দোলনের নাম সেটাই আজ একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের প্রস্তুতি তুঙ্গে,  আর আগে বুধবার এক ফেসবুক বার্তার মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল সহ সাধারণ মানুষকে কর্মসূচিতে যোগদানের জন্য আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূল নেত্রী বলেন, সবারে করি আহ্বান। সবাই আসুন, সাবধানে আসুন। আসতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। নিজেরা নিজেদের সহযোগিতা করুন। প্রশাসনকে সাহায্য করুন। প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে, যাতে সবাই সাবধানে আসতে পারেন, তার পরে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে যেতে পারেন।

আরও পড়ুন: গঙ্গাসাগরে অসুস্থ ভিন রাজ্যের দুই তীর্থ যাত্রী, চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় পাঠালো প্রশাসন

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

(সৌজন্যে ফেসবুক)

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

তৃণমূল নেত্রী বলেন, সমস্ত রাজনৈতিক দল ও রাজ্যের সাধারণ মানুষের কাছে ২১ শে জুলাই এক আন্দোলন, ভাষা, ভালোবাসার নাম। আমি সবাইকে আসতে অনুরোধ করব। তবে যারা শারীরিক অসুবিধার কারণে আসতে পারবেন না, তারা ঘরে বসে টিভি এই অনুষ্ঠান দেখুন।

উল্লেখ্য, গত দুবছর ধরে করোনার কারণে ২১ জুলাই সমাবেশ বন্ধ ছিল। এবার এই  কর্মসূচি বড় করে হচ্ছে। ফলে খুব সাধারণ ভাবেই মানুষের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বাড়িতে এক ব্যক্তির অজ্ঞাতসারে ঢোকা নিয়ে এবার একটু বেশি কড়া কলকাতা পুলিশ।

নিরাপত্তার কথা মাথায় রেখে এবার ধর্মতলা এলাকাকে এ, বি, সি, ডি— এই চারটি জোনে ভাগ করা হয়েছে। মঞ্চের পেছনে সিইএসই-র দফতর পড়ে যাচ্ছে বি জোনে। সেখানে থাকবেন নিরাপত্তা আধিকারিকরা। এ দিন সিইএসই ও আয়কর ভবনের কর্মীরা তাদের অফিসের পেছন দিয়ে দফতরে ঢুকবেন।

 

শহিদ দিবসে শহরের সব রাস্তায় যানজট আটকাতে একাধিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সব রকম পণ্যবাহী যানবাহন শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই ভাবে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাম চলাচলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকবে উত্তর ও মধ্য কলকাতার কলেজ স্ট্রিট, বেন্টিং স্ট্রিট, বিধান সরণি, রবীন্দ্র সরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো একাধিক বড় রাস্তা।

 

এ দিন বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে। তবে তার পরেও ঢাকা হবে না মঞ্চ। তৃণমূল সমর্থকরা যাতে নেত্রীকে দেখতে পান তার জন্য মঞ্চ খোলা কারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ই-মলের কাছ থেকে শুরু করে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের নীচে দাঁড়িয়েও যাতে তৃণমূল সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পান তার ব্যবস্থা করা হয়েছে। বস্তুতপক্ষে সেভাবেই তৈরি হয়েছে মঞ্চ। ঢাকা মঞ্চ দৃষ্টিপথে বাধার সৃষ্টি করে। অতীতে খোলা মঞ্চে বৃষ্টি উপেক্ষা করে বক্তব্য রেখেছেন তৃণমূল নেত্রী। এবার বৃষ্টি হলে তার ব্যতিক্রম হবে না।