২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে বয়স্ক পান্ডার মৃত্যু

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 24

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা ‘অ্যান অ্যান’ হংকংয়ের ওশেন পার্কে ৩৫ বছর বয়সে মারা গিয়েছে। জানা যায়, ১৯৯৯ সালে চিন উপহার হিসেবে হংকংকে অ্যান অ্যান নামের একটি পুরুষ ও জিয়া জিয়া নামের এক নারী পান্ডা দেয়। তারপর থেকে ওশান পার্কেই ছিল দু’জনে। নারী পান্ডাটি ২০১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যায়। বৃহস্পতিবার অ্যান অ্যানের মৃতু্যর পর শোক জানিয়েছে ওশান পার্ক। পান্ডাটি স্থানীয় ও পর্যটকদের কাছে খুব প্রিয় ছিল। পার্ক কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অ্যান খাওয়া কমিয়ে দিয়েছিল। এ থেকেই পান্ডাটির স্বাস্থ্যের অবনতি হয় ও শেষপর্যন্ত মারা যায় সে। ওশান পার্ক কর্পোরেশনের চেয়ারম্যান পং বলেন, ‘অ্যান আমাদের পরিবারের অপরিহার্য সদস্য ছিল। পার্কের সাথে সে বেড়ে উঠেছে। তাকে খুব মিস করব আমরা।’

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সবচেয়ে বয়স্ক পান্ডার মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পান্ডা ‘অ্যান অ্যান’ হংকংয়ের ওশেন পার্কে ৩৫ বছর বয়সে মারা গিয়েছে। জানা যায়, ১৯৯৯ সালে চিন উপহার হিসেবে হংকংকে অ্যান অ্যান নামের একটি পুরুষ ও জিয়া জিয়া নামের এক নারী পান্ডা দেয়। তারপর থেকে ওশান পার্কেই ছিল দু’জনে। নারী পান্ডাটি ২০১৬ সালে ৩৮ বছর বয়সে মারা যায়। বৃহস্পতিবার অ্যান অ্যানের মৃতু্যর পর শোক জানিয়েছে ওশান পার্ক। পান্ডাটি স্থানীয় ও পর্যটকদের কাছে খুব প্রিয় ছিল। পার্ক কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অ্যান খাওয়া কমিয়ে দিয়েছিল। এ থেকেই পান্ডাটির স্বাস্থ্যের অবনতি হয় ও শেষপর্যন্ত মারা যায় সে। ওশান পার্ক কর্পোরেশনের চেয়ারম্যান পং বলেন, ‘অ্যান আমাদের পরিবারের অপরিহার্য সদস্য ছিল। পার্কের সাথে সে বেড়ে উঠেছে। তাকে খুব মিস করব আমরা।’

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের