০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক নয়, হাসপাতালে তৈরি হয়েছে পৃথক আইসোলেশন বিভাগ: কেজরিওয়াল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
  • / 111

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্ত নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি সরকার জানিয়েছেন, রাজ্যবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ টিম প্রস্তুত আছে।

দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মাঙ্কিপক্স সংক্রমণের খবরটি নিশ্চিত করে কেজরিওয়াল একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘দিল্লিতে এই প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। আক্রান্তের অবস্থা স্থিতিশীল। তিনি সুস্থ হয়ে উঠছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি)আলাদা আইসোলেশন বিভাগ তৈরি করা হয়েছে। দিল্লির মানুষকে সুরক্ষা দিতে আমাদের বিশেষ দল কাজ করছে’।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

এলএনজেপি হাসপাতালের ডিরেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, দুদিন আগে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তার জ্বর ও শরীরে ফুসকুড়ি ছিল। পরে তার নমুনা সংগ্রহ করে পুণেতে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পজিটিভি আসে।

আরও পড়ুন: বিস্ফোরণের আতঙ্ক না কাটতেই, ফের দিল্লিতে বোমাতঙ্ক

উল্লেখ্য, দিল্লিতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আক্রান্তের খবরটি নিশ্চিত করা হয়েছে। ৩৪ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে পৃথক আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। আক্রান্ত ব্যক্তির সামান্য জ্বর ও গায়ে ফুসকুড়ি রয়েছে। তবে আক্রান্তের বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই। হিমাচল প্রদেশের মানালিতে একটি স্ট্যাগ পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরেই তিনদিন আগে তিনি জ্বর ও গায়ে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁর নমুনা সংগ্রহ করে শনিবারই পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠান পরীক্ষার জন্য। রাতেই জানা যায়, তাঁর রিপোর্ট পজেটিভ।

আরও পড়ুন: স্কুল, হাসপাতাল, রেলস্টেশন থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, আট সপ্তাহের সময়সীমা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে মাঙ্কিপক্স নিয়ে আতঙ্ক নয়, হাসপাতালে তৈরি হয়েছে পৃথক আইসোলেশন বিভাগ: কেজরিওয়াল

আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্ত নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি সরকার জানিয়েছেন, রাজ্যবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ টিম প্রস্তুত আছে।

দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মাঙ্কিপক্স সংক্রমণের খবরটি নিশ্চিত করে কেজরিওয়াল একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘দিল্লিতে এই প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। আক্রান্তের অবস্থা স্থিতিশীল। তিনি সুস্থ হয়ে উঠছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজেপি)আলাদা আইসোলেশন বিভাগ তৈরি করা হয়েছে। দিল্লির মানুষকে সুরক্ষা দিতে আমাদের বিশেষ দল কাজ করছে’।

আরও পড়ুন: দিল্লিতে ধসে পড়ল বহুতল বিল্ডিং, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস

এলএনজেপি হাসপাতালের ডিরেক্টর সুরেশ কুমার জানিয়েছেন, দুদিন আগে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তার জ্বর ও শরীরে ফুসকুড়ি ছিল। পরে তার নমুনা সংগ্রহ করে পুণেতে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পজিটিভি আসে।

আরও পড়ুন: বিস্ফোরণের আতঙ্ক না কাটতেই, ফের দিল্লিতে বোমাতঙ্ক

উল্লেখ্য, দিল্লিতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে আক্রান্তের খবরটি নিশ্চিত করা হয়েছে। ৩৪ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে পৃথক আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। আক্রান্ত ব্যক্তির সামান্য জ্বর ও গায়ে ফুসকুড়ি রয়েছে। তবে আক্রান্তের বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই। হিমাচল প্রদেশের মানালিতে একটি স্ট্যাগ পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরেই তিনদিন আগে তিনি জ্বর ও গায়ে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁর নমুনা সংগ্রহ করে শনিবারই পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে পাঠান পরীক্ষার জন্য। রাতেই জানা যায়, তাঁর রিপোর্ট পজেটিভ।

আরও পড়ুন: স্কুল, হাসপাতাল, রেলস্টেশন থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের, আট সপ্তাহের সময়সীমা