পুবের কলম ওয়েবডেস্কঃ রিও অলিম্পিকে টেবিল টেনিসের সোনা জয়ী চীনা প্রতিযোগি মা লং-এর কাছে হার স্বীকার করলেন ভারতের শরথ কমল। পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে ৪-১ ব্যবধানে জিতলেন মা লং।শরথ হারলেন ৭-১১, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১ গেমে। এদিনের ম্যাচে প্রথম গেমের শুরুতে হাড্ডা হাড্ডি লড়াই হলেও শেষে শরথকে দাঁড়াতে দেননি লং। ১১-৭ ব্যবধানে জিতে লং। দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন করেন শরথ। ১১-৮ পয়েন্টে গেম জিতে সমতায় ফেরেন শরথ। তৃতীয় গেমে কড়া লড়াই চললেও ১৩-১১ ব্যবধানে এগিয়ে যান লং। এরপর পর পর দুই সেটে ১১-৪, ১১-৪ গেমে শরথকে ধরাশায়ী করে দেন চীনা তারকা। এর আগে মিক্সড ডবলসে হারতে হয়েছে শরথ কমল এবং মণিকা বাত্রা জুটিকে। এবার পুরুষদের সিঙ্গেলস থেকে শরথ কমল হারের মুখ দেখলেন। ৪৬ মিনিটের ম্যাচে লড়াই চললেও হার নিয়ে কোর্ট ছাড়লেন শরথ।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আশা জাগিয়েও টেবিল টেনিসে হার শরথ কমলের
-
সুস্মিতা - আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার
- 86
ট্যাগ :
Despite losing hope
সর্বধিক পাঠিত






































