৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমি মারা গেলে আইটিএফ দায়িত্ব নেবে? জিজ্ঞাসা মেদভেদেভের

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্ব টেনিস এর দুই নম্বর তারকা ডেনিল মেদভেদেভেদ গুরুতর অভিযোগ এনেছেন অলিম্পিক কমিটির বিরুদ্ধে। অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইতালির ফ্লাভিয়ো ফোগনিনিকে হারিয়ে দিলেও টোকিওর গরমে  তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।  প্রথম গেমে ৬-২ এ জেতার পর দ্বিতীয় গেম চলাকালীন কোর্টেই অসুস্থ হয়ে পড়েন মেদভেদেভ। ম্যাচ আম্পায়ার চলে আসেন তার কাছে।  তিনি ম্যাচ আম্পায়ারকে জানান, ‘আমি ঠিক আছি,  ম্যাচটাও শেষ পর্যন্ত খেলতে পারব।  কিন্তু আমি মারাও যেতে পারি।  আমি যদি মারা যাই,  আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কি আমার মৃত্যুর দায় নেবে? ‘ দ্বিতীয় গেমে হেরে যান ইতালির প্রতিপক্ষের কাছে।  তৃতীয় গেমে ফিরে এসে ম্যাচ জিতে নেন মেদভেদেভ। তিনি জানান,  ‘ প্রথম সেট থেকেই আমি অসুস্থ বোধ করছিলাম। আমার নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল। তাই আমি ফিজিওকে ডেকেছিলাম। মনে হচ্ছিল আমার ডায়াফ্রাম ব্লক হয়ে গেছে।  দ্বিতীয় সেটে আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না।  কিভাবে যে ম্যাচটা জিতলাম তা নিজেও জানিনা। একেক সময় তো মনে হচ্ছিল কোর্টেই বোধহয় পড়ে যাব।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমি মারা গেলে আইটিএফ দায়িত্ব নেবে? জিজ্ঞাসা মেদভেদেভের

আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিশ্ব টেনিস এর দুই নম্বর তারকা ডেনিল মেদভেদেভেদ গুরুতর অভিযোগ এনেছেন অলিম্পিক কমিটির বিরুদ্ধে। অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইতালির ফ্লাভিয়ো ফোগনিনিকে হারিয়ে দিলেও টোকিওর গরমে  তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।  প্রথম গেমে ৬-২ এ জেতার পর দ্বিতীয় গেম চলাকালীন কোর্টেই অসুস্থ হয়ে পড়েন মেদভেদেভ। ম্যাচ আম্পায়ার চলে আসেন তার কাছে।  তিনি ম্যাচ আম্পায়ারকে জানান, ‘আমি ঠিক আছি,  ম্যাচটাও শেষ পর্যন্ত খেলতে পারব।  কিন্তু আমি মারাও যেতে পারি।  আমি যদি মারা যাই,  আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কি আমার মৃত্যুর দায় নেবে? ‘ দ্বিতীয় গেমে হেরে যান ইতালির প্রতিপক্ষের কাছে।  তৃতীয় গেমে ফিরে এসে ম্যাচ জিতে নেন মেদভেদেভ। তিনি জানান,  ‘ প্রথম সেট থেকেই আমি অসুস্থ বোধ করছিলাম। আমার নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল। তাই আমি ফিজিওকে ডেকেছিলাম। মনে হচ্ছিল আমার ডায়াফ্রাম ব্লক হয়ে গেছে।  দ্বিতীয় সেটে আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না।  কিভাবে যে ম্যাচটা জিতলাম তা নিজেও জানিনা। একেক সময় তো মনে হচ্ছিল কোর্টেই বোধহয় পড়ে যাব।