৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘চুপ করানো যাবে না, বিজেপি যা করছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব’, ন্যাশনাল হেরাল্ড মামলায় কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, যা খুশি করে নিন। কেন্দ্র সরকারকে ভয় পাই না। এতে আমাদের কাজের কোনও পরিবর্তন হবে না। আমি আমার দেশ গণতন্ত্র, ভ্রাতৃত্ব রক্ষার কাজ চালিয়ে যাব। রাহুল কেন্দ্র সরকারের নাম না করে বলেন, ওরা মনে করছে, চাপ তৈরি করে আমাদের চুপ করিয়ে দেওয়া সম্ভব।

রাহুল বলেন, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডিকে দিয়ে তদন্ত বিজেপির একটি ভয় পাওয়ানোর রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়। আমরা চুপ থাকব না। বিজেপি যা করছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমরা ভয় পাব না।

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়াং ইন্ডিয়ান কংগ্রেসের দফতরটি অস্থায়ী ভাবে বন্ধ করার পরেই বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবারই দিল্লির ন্যাশনাল হেরাল্ডের অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডির অফিসারকা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লির হেরাল্ড হাউসে ‘ইয়ং ইন্ডিয়ান লিমিটেডে’র কার্যালয় সিল করে দিল ইডি। আর্থিক তছরুপ মামলায় ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন: ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সম্পর্কে কেন্দ্রকে জানাল কমিশন

ইডি জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া দফতর খোলা যাবে না। উল্লেখ্য, কংগ্রেসের মুখপত্র হিসেবে পরিচিত ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকার পরিচালন সংস্থা ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ এখন ‘ইয়ং ইন্ডিয়ান লিমিটেডে’রই মালিকানাধীন।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের

মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর হেরাল্ড হাউস ও প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস-এর সঙ্গে যুক্ত ১২টি জায়গায় হানা দিয়েছিল ইডি। এই মামলার তদন্তের নামে রাহুল গান্ধিকে ৫ দিনে প্রায় ৫৫ ঘণ্টা ও সোনিয়াকে ৩ দিনে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।

ইডি অফিসারদের দাবি,  সোনিয়া ও রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।

এদিন ন্যাশনাল হেরাল্ড অফিস সিল করার সময় সোনিয়া গান্ধির বাসভবন এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়।

দিল্লি পুলিশ সূত্রে খবর, ইডির এই অভিযান ঘিরে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইডির এই অভিযান ঘিরে সরব হয়েছে কংগ্রেস।

ট্যুইটে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ লিখেছেন, ‘কংগ্রেসের সদর দফতরের রাস্তা আটকানো দিল্লি পুলিশের কাছে ব্যতিক্রম নয়, এটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কেন তারা এমনটা করছে তা রহস্যজনক।’

মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের কার্যালয়ে ইডির অভিযান নিয়ে তিনি ট্যুইটে লিখেছিলেন, ‘মোদি সরকারের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে এই প্রতিহিংসার রাজনীতির আমরা তীব্র নিন্দা জানাই। আপনি আমাদের চুপ করাতে পারবেন না!’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘চুপ করানো যাবে না, বিজেপি যা করছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব’, ন্যাশনাল হেরাল্ড মামলায় কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল

আপডেট : ৪ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, যা খুশি করে নিন। কেন্দ্র সরকারকে ভয় পাই না। এতে আমাদের কাজের কোনও পরিবর্তন হবে না। আমি আমার দেশ গণতন্ত্র, ভ্রাতৃত্ব রক্ষার কাজ চালিয়ে যাব। রাহুল কেন্দ্র সরকারের নাম না করে বলেন, ওরা মনে করছে, চাপ তৈরি করে আমাদের চুপ করিয়ে দেওয়া সম্ভব।

রাহুল বলেন, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডিকে দিয়ে তদন্ত বিজেপির একটি ভয় পাওয়ানোর রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়। আমরা চুপ থাকব না। বিজেপি যা করছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমরা ভয় পাব না।

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইয়াং ইন্ডিয়ান কংগ্রেসের দফতরটি অস্থায়ী ভাবে বন্ধ করার পরেই বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবারই দিল্লির ন্যাশনাল হেরাল্ডের অফিসে তল্লাশি চালিয়েছিলেন ইডির অফিসারকা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লির হেরাল্ড হাউসে ‘ইয়ং ইন্ডিয়ান লিমিটেডে’র কার্যালয় সিল করে দিল ইডি। আর্থিক তছরুপ মামলায় ন্যাশনাল হেরাল্ডের দফতর সিল করল কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন: ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সম্পর্কে কেন্দ্রকে জানাল কমিশন

ইডি জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া দফতর খোলা যাবে না। উল্লেখ্য, কংগ্রেসের মুখপত্র হিসেবে পরিচিত ‘ন্যাশনাল হেরাল্ড’ পত্রিকার পরিচালন সংস্থা ‘অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড’ এখন ‘ইয়ং ইন্ডিয়ান লিমিটেডে’রই মালিকানাধীন।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের

মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর হেরাল্ড হাউস ও প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস-এর সঙ্গে যুক্ত ১২টি জায়গায় হানা দিয়েছিল ইডি। এই মামলার তদন্তের নামে রাহুল গান্ধিকে ৫ দিনে প্রায় ৫৫ ঘণ্টা ও সোনিয়াকে ৩ দিনে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি।

ইডি অফিসারদের দাবি,  সোনিয়া ও রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।

এদিন ন্যাশনাল হেরাল্ড অফিস সিল করার সময় সোনিয়া গান্ধির বাসভবন এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়।

দিল্লি পুলিশ সূত্রে খবর, ইডির এই অভিযান ঘিরে যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইডির এই অভিযান ঘিরে সরব হয়েছে কংগ্রেস।

ট্যুইটে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ লিখেছেন, ‘কংগ্রেসের সদর দফতরের রাস্তা আটকানো দিল্লি পুলিশের কাছে ব্যতিক্রম নয়, এটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কেন তারা এমনটা করছে তা রহস্যজনক।’

মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের কার্যালয়ে ইডির অভিযান নিয়ে তিনি ট্যুইটে লিখেছিলেন, ‘মোদি সরকারের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে এই প্রতিহিংসার রাজনীতির আমরা তীব্র নিন্দা জানাই। আপনি আমাদের চুপ করাতে পারবেন না!’