০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইএসআই হাসপাতালে সাংবাদিকদের সামনে মুখ খুললেন অর্পিতা, ‘ষড়যন্ত্র’ তত্ত্বে চুপ  থাকলেন পার্থ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 7

ছবি-খালিদুর রহিম

পুবের কলম, ওয়েবডেস্ক: রুটিন মাফিক পরীক্ষার পর আজ ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল হাসপাতাল চত্বর। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্পিতা বলেন, আমি যা বয়ান দেওয়ার ইডির কাছে দিয়েছি।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা বার বার প্রশ্ন করেন, আপনি যে ষড়যন্ত্র হয়েছে বলেছেন, কে করেছে? এই ষড়যন্ত্র কি অর্পিতা করেছেন? কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখে কুলুপ এঁটে বসে থাকেন পার্থ। কোনও কথারই উত্তর দেননি তিনি।

উল্লেখ্য, বক্তব্যে অসঙ্গতি থাকায় গত ২৩ জুলাই  পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর,  জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা।

গ্রেফতার হওয়ার পর অর্পিতা মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কিছু করেননি। এটা বিজেপির চক্রান্ত। এটা বিজেপির চাল। এটুকুই বলতে পারি। ২২ জুলাই টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনে তল্লাশি করে ইডি। সেখান থেকে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। পরে আরও টাকা উদ্ধার হয়। টালিগঞ্জের ফ্ল্যাটে আটক করা হয় অর্পিতাকে। টানা জিজ্ঞাসাবাদ চালান ইডি কর্তারা। পরে অর্পিতার আরও অন্য ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সব মিলিয়ে ৫০ কোটি টাকা উদ্ধার হয়। এত টাকা কোথা থেকে এল, তার প্রশ্নে দুজনের কাছ থেকে এখনও সেভাবে কোন সন্তোষজনক উত্তর পায়নি ইডি।

ইডির আইনজীবীরা জানিয়েছেন, তাদের তরফে দুজনকে জেল হেফাজতে নিয়ে গিয়ে জেরা করা হবে। সেই সঙ্গে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবেন তারা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইএসআই হাসপাতালে সাংবাদিকদের সামনে মুখ খুললেন অর্পিতা, ‘ষড়যন্ত্র’ তত্ত্বে চুপ  থাকলেন পার্থ

আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রুটিন মাফিক পরীক্ষার পর আজ ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল হাসপাতাল চত্বর। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্পিতা বলেন, আমি যা বয়ান দেওয়ার ইডির কাছে দিয়েছি।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা বার বার প্রশ্ন করেন, আপনি যে ষড়যন্ত্র হয়েছে বলেছেন, কে করেছে? এই ষড়যন্ত্র কি অর্পিতা করেছেন? কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখে কুলুপ এঁটে বসে থাকেন পার্থ। কোনও কথারই উত্তর দেননি তিনি।

উল্লেখ্য, বক্তব্যে অসঙ্গতি থাকায় গত ২৩ জুলাই  পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর,  জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা।

গ্রেফতার হওয়ার পর অর্পিতা মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কিছু করেননি। এটা বিজেপির চক্রান্ত। এটা বিজেপির চাল। এটুকুই বলতে পারি। ২২ জুলাই টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনে তল্লাশি করে ইডি। সেখান থেকে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়। পরে আরও টাকা উদ্ধার হয়। টালিগঞ্জের ফ্ল্যাটে আটক করা হয় অর্পিতাকে। টানা জিজ্ঞাসাবাদ চালান ইডি কর্তারা। পরে অর্পিতার আরও অন্য ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সব মিলিয়ে ৫০ কোটি টাকা উদ্ধার হয়। এত টাকা কোথা থেকে এল, তার প্রশ্নে দুজনের কাছ থেকে এখনও সেভাবে কোন সন্তোষজনক উত্তর পায়নি ইডি।

ইডির আইনজীবীরা জানিয়েছেন, তাদের তরফে দুজনকে জেল হেফাজতে নিয়ে গিয়ে জেরা করা হবে। সেই সঙ্গে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবেন তারা।