০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি, মিষ্টি খাইয়ে স্বাগত জানালেন মন্ত্রী অরূপ রায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 85

 

 

আরও পড়ুন: ২০৩০ সালে কমনওয়েথ গেমস আয়োজনের আবেদন ভারতের

আইভি আদক, হাওড়াঃ অচিন্ত্য শিউলি বাড়ি ফিরতেই গোটা পাড়ায় ঘরের ছেলেকে ঘিরে উচ্ছ্বাস। সকালে মন্ত্রী অরূপ রায় গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আসেন। মিষ্টিমুখ করান। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। আসেন বিধায়ক গুলশন মল্লিক, কল্যাণ ঘোষ প্রমুখ।

আরও পড়ুন: মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মণিপুর ইস্যুতে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ায়

 

আরও পড়ুন: শিয়ালদহের পর এবার হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে  পথসভা তৃণমূলের

ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি, মিষ্টি খাইয়ে স্বাগত জানালেন মন্ত্রী অরূপ রায়

বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারত্তোলনে সোনা জেতেন দেউলপুরের অচিন্ত্য শিউলি।

 

ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি, মিষ্টি খাইয়ে স্বাগত জানালেন মন্ত্রী অরূপ রায়

একদিন বাবার সৎকারের জন্য সামান্য টাকাও ছিলনা। সেই কঠিন লড়াইয়ের হার্ডল পেরিয়েই আজ ঘরের ছেলের সোনা জয়ে হাওড়ার অচিন্ত্য শিউলির পাড়ায় যেন কার্যতই বাঁধনহারা উল্লাস। সারা দেশের পাশাপাশি আন্দুল দেউলপুরের গোটা অঞ্চলের মানুষ আজ অচিন্ত্যর জন্য গর্ব অনুভব করছেন বারংবার।

 

:ন্যাশনাল হাইওয়ে ধরে সাঁতরাগাছি হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ছড়িয়ে ধুলাগড়। সেখান থেকে ডান দিকের টার্ন ধরে কিমি পাঁচেক গেলেই দেউলপুর। সেই গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি ভারোত্তোলনে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। সেই সোনার ছেলে ঘরে ফিরতেই শুরু উৎসব।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি, মিষ্টি খাইয়ে স্বাগত জানালেন মন্ত্রী অরূপ রায়

আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: ২০৩০ সালে কমনওয়েথ গেমস আয়োজনের আবেদন ভারতের

আইভি আদক, হাওড়াঃ অচিন্ত্য শিউলি বাড়ি ফিরতেই গোটা পাড়ায় ঘরের ছেলেকে ঘিরে উচ্ছ্বাস। সকালে মন্ত্রী অরূপ রায় গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আসেন। মিষ্টিমুখ করান। পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। আসেন বিধায়ক গুলশন মল্লিক, কল্যাণ ঘোষ প্রমুখ।

আরও পড়ুন: মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মণিপুর ইস্যুতে যুব তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ায়

 

আরও পড়ুন: শিয়ালদহের পর এবার হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে  পথসভা তৃণমূলের

ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি, মিষ্টি খাইয়ে স্বাগত জানালেন মন্ত্রী অরূপ রায়

বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারত্তোলনে সোনা জেতেন দেউলপুরের অচিন্ত্য শিউলি।

 

ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য শিউলি, মিষ্টি খাইয়ে স্বাগত জানালেন মন্ত্রী অরূপ রায়

একদিন বাবার সৎকারের জন্য সামান্য টাকাও ছিলনা। সেই কঠিন লড়াইয়ের হার্ডল পেরিয়েই আজ ঘরের ছেলের সোনা জয়ে হাওড়ার অচিন্ত্য শিউলির পাড়ায় যেন কার্যতই বাঁধনহারা উল্লাস। সারা দেশের পাশাপাশি আন্দুল দেউলপুরের গোটা অঞ্চলের মানুষ আজ অচিন্ত্যর জন্য গর্ব অনুভব করছেন বারংবার।

 

:ন্যাশনাল হাইওয়ে ধরে সাঁতরাগাছি হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ছড়িয়ে ধুলাগড়। সেখান থেকে ডান দিকের টার্ন ধরে কিমি পাঁচেক গেলেই দেউলপুর। সেই গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি ভারোত্তোলনে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। সেই সোনার ছেলে ঘরে ফিরতেই শুরু উৎসব।