নিয়োগ পেলেন দেশের ৪৯ তম প্রধান বিচারপতি ললিত

- আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
- / 41
পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগপত্র পেলেন বিচারপতি উদয় উমেশ ললিত। সরকারি বিজ্ঞপ্তিতে তেমনটাই জানানো হয়েছে। ২৭ আগস্ট তাঁকে শপথ বাক্য পথ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর কার্যকাল ৭৪ দিনের।
৮ নভেম্বর অবসর নেবেন তিনি। ২৬ আগস্ট অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি রামানা। ১৯৫৭ এর ৯ নভেম্বর ললিতের জন্ম। তিনি এডভোকেট হিসাবে এনরোল করেন ১৯৮৩ এর জুন মাস। বাবা ইউ আর ললিতও ছিল হাইকোর্টের বিচারপতি।
গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ তাঁকে প্রথম স্পেসাল পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়। টু জি স্পেকট্রাম কেলেঙ্কারি মামলায় তাঁকে স্পেসাল পাবলিক প্রসিকিউটর করা হয়। জরুরি অবস্থার সময় দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি ছিলেন সিনিয়র ললিত।