০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনীয় পারমাণবিক কেন্দ্রে ফের বিস্ফোরণ

ইমামা খাতুন
  • আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 80

পুবের কলম ওয়েব ডেস্ক : ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় ফের বিস্ফোর‌ণের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। বৃহস্পতিবারের ঘটনায় একের অপরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। উভয়পক্ষ জানিয়েছে, প্ল্যান্টের অফিস এবং ফায়ার স্টেশনে ১০ বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি সতর্ক করে বলেন, এটি একটি ‘গুরুতর সময়’। আর রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে বলেছেন, এভাবে চলতে থাকলে ‘বিপর্যয়’ নামতে পারে।

এদিকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ দলকে দ্রুত পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা ও চিন। এর আগে প্ল্যান্টের সুরক্ষায় আশপাশে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছিল আমেরিকা।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সংঘর্ষকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ অ্যাখা দিয়েছে মার্কিন বিদেশমন্ত্রক। এই ঘটনার পর এক বিবৃতিতে ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারহোয়াটম জানিয়েছে, রুশ সেনারা জাপোরিঝিয়া প্ল্যান্ট এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এতে বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিস্থিতি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এনারহোয়াটম। ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতও।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনীয় পারমাণবিক কেন্দ্রে ফের বিস্ফোরণ

আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক : ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় ফের বিস্ফোর‌ণের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। বৃহস্পতিবারের ঘটনায় একের অপরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। উভয়পক্ষ জানিয়েছে, প্ল্যান্টের অফিস এবং ফায়ার স্টেশনে ১০ বার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি সতর্ক করে বলেন, এটি একটি ‘গুরুতর সময়’। আর রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে বলেছেন, এভাবে চলতে থাকলে ‘বিপর্যয়’ নামতে পারে।

এদিকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ দলকে দ্রুত পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা ও চিন। এর আগে প্ল্যান্টের সুরক্ষায় আশপাশে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছিল আমেরিকা।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সংঘর্ষকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ অ্যাখা দিয়েছে মার্কিন বিদেশমন্ত্রক। এই ঘটনার পর এক বিবৃতিতে ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারহোয়াটম জানিয়েছে, রুশ সেনারা জাপোরিঝিয়া প্ল্যান্ট এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এতে বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিস্থিতি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এনারহোয়াটম। ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতও।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার