০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনীয় রেলস্টেশনে হামলায় নিহত ২২

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 58

পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহত ২২জন, আহত ৫০। একটি গাড়িতে পুড়ে ৫জন মারা গেছেন।

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ৩,৫০০ জনসংখ্যার চ্যাপলিন শহরে হামলাটি হয়েছে। অবশ্য এ হামলার বিষয়ে মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

ক্রেমলিনের পক্ষ থেকে অসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। জেলেনস্কি বলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকের সময়ই হামলার ঘটনা ঘটে। এই হামলায় ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহত মানুষের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে রেলস্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৫০ জন নিহত হয়েছিলেন। বুধবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করে। বুধবার সকাল থেকে বাসিন্দাদের হামলার ব্যাপারে সতর্ক করতে কিয়েভে সাইরেনের শব্দ শোনা যায়।

এ ছাড়া কিয়েভে জনসমাবেশেও নিষেধাজ্ঞা দেয় নগর কর্তৃপক্ষ। এর আগে জেলেনস্কি মস্কোর বাহিনীকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য অভিযুক্ত করেছিলেন।

রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস বলেন, এ যুদ্ধ ইউক্রেন এবং এর বাইরেও লক্ষ লক্ষ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সাথে বৈঠক করেছেন। ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত পারমাণবিক কেন্দ্রে আইএইএ-এর পরিদর্শন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনীয় রেলস্টেশনে হামলায় নিহত ২২

আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: পূর্ব ইউক্রেনের একটি রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলায় নিহত ২২জন, আহত ৫০। একটি গাড়িতে পুড়ে ৫জন মারা গেছেন।

 

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ৩,৫০০ জনসংখ্যার চ্যাপলিন শহরে হামলাটি হয়েছে। অবশ্য এ হামলার বিষয়ে মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশেই নতুন করে গাজায় হামলা ইসরাইলের: জানাল হোয়াইট হাউস

ক্রেমলিনের পক্ষ থেকে অসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। জেলেনস্কি বলেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকের সময়ই হামলার ঘটনা ঘটে। এই হামলায় ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহত মানুষের সংখ্যা বাড়তে পারে।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন হামলায় ৩০ নিহত, ‘দমানো যাবে না’ হুঁশিয়ারি হুতি নেতার

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে রেলস্টেশনে আরেকটি হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৫০ জন নিহত হয়েছিলেন। বুধবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করে। বুধবার সকাল থেকে বাসিন্দাদের হামলার ব্যাপারে সতর্ক করতে কিয়েভে সাইরেনের শব্দ শোনা যায়।

এ ছাড়া কিয়েভে জনসমাবেশেও নিষেধাজ্ঞা দেয় নগর কর্তৃপক্ষ। এর আগে জেলেনস্কি মস্কোর বাহিনীকে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য অভিযুক্ত করেছিলেন।

রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস বলেন, এ যুদ্ধ ইউক্রেন এবং এর বাইরেও লক্ষ লক্ষ মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির সাথে বৈঠক করেছেন। ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত পারমাণবিক কেন্দ্রে আইএইএ-এর পরিদর্শন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।