২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কয়লা পাচার কাণ্ডে অভিষেককে তলব ইডির, দিল্লি থেকে আসছেন তদন্তকারী আধিকারিকেরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 65

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভাস্থল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, ২১ জুলাই মহাসমাবেশ হল, আর ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হল। কেন ২৩ জুলাই নয়? মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায়, ‘অভিষেক ও স্ত্রীকে সমন পাঠানো হয়েছে। এবার ওর দুবছরের ছেলেটাকে হয়তো নোটিশ পাঠাবে’।

আর তার ২৪ ঘন্টার কাটতে না কাটতে অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী শুক্রবার তাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। মঙ্গলবারই ইডির তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সমন পাঠানো হয়েছ। ফলে ফের উত্তেজনার পারদ বাড়ছে রাজ্য-রাজনীতিতে।

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর গরু ও কয়লাপাচার কাণ্ডে তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করেছে ইডি। আগামী ৫ সেপ্টেম্বর ইডির দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। অন্যদিকে ২ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দিল্লি থেকে ইডি কর্তারা তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে এসে জিজ্ঞাসাবাদ করবেন। আগেও একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেককে।

আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

অভিষেককে জেরা করার জন্য দিল্লি যে টিম আসবে যারা এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছিল বেশ কিছু বয়ানের সঙ্গে তার তথ্য মিলেছিল।

আরও পড়ুন: দিল্লিতেই সাংবাদিক বৈঠক ডাকলেন তালিবান মন্ত্রী মুত্তাকী, উপস্থিত থাকবেন মহিলা সাংবাদিকরাও

 

আরও পড়ুন: ব্রাজিলের অরণ্যে মৃত্যু হল বিশ্বের একমাত্র গর্ত মানবের

 

সেই তথ্যের ভিত্তিতে বয়ান মিলিয়ে দেখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কয়লা পাচারের টাকা কলকাতায় এসেছিল বিনয় মিশ্রর হাত ধরে, সেই টাকা কোথায় গিয়েছে, সেই নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কয়লা পাচার কাণ্ডে অভিষেককে তলব ইডির, দিল্লি থেকে আসছেন তদন্তকারী আধিকারিকেরা

আপডেট : ৩০ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভাস্থল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে বলেন, ২১ জুলাই মহাসমাবেশ হল, আর ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হল। কেন ২৩ জুলাই নয়? মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায়, ‘অভিষেক ও স্ত্রীকে সমন পাঠানো হয়েছে। এবার ওর দুবছরের ছেলেটাকে হয়তো নোটিশ পাঠাবে’।

আর তার ২৪ ঘন্টার কাটতে না কাটতে অভিষেককে বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী শুক্রবার তাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। মঙ্গলবারই ইডির তরফে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সমন পাঠানো হয়েছ। ফলে ফের উত্তেজনার পারদ বাড়ছে রাজ্য-রাজনীতিতে।

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর গরু ও কয়লাপাচার কাণ্ডে তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করেছে ইডি। আগামী ৫ সেপ্টেম্বর ইডির দিল্লির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। অন্যদিকে ২ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দিল্লি থেকে ইডি কর্তারা তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে এসে জিজ্ঞাসাবাদ করবেন। আগেও একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেককে।

আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

অভিষেককে জেরা করার জন্য দিল্লি যে টিম আসবে যারা এর আগে জিজ্ঞাসাবাদ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছিল বেশ কিছু বয়ানের সঙ্গে তার তথ্য মিলেছিল।

আরও পড়ুন: দিল্লিতেই সাংবাদিক বৈঠক ডাকলেন তালিবান মন্ত্রী মুত্তাকী, উপস্থিত থাকবেন মহিলা সাংবাদিকরাও

 

আরও পড়ুন: ব্রাজিলের অরণ্যে মৃত্যু হল বিশ্বের একমাত্র গর্ত মানবের

 

সেই তথ্যের ভিত্তিতে বয়ান মিলিয়ে দেখা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কয়লা পাচারের টাকা কলকাতায় এসেছিল বিনয় মিশ্রর হাত ধরে, সেই টাকা কোথায় গিয়েছে, সেই নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।