২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যজুড়ে কাজের অগ্রগতি কেমন, জানতে ৭ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 36

পুবের কলম প্রতিবেদকn  সদ্য কয়েকজন মন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন। আবার অনেকেই কয়েক বছর থেকে নিজ নিজ দফতর সামলাচ্ছেন।   তাঁদের কাজকর্ম কেমন হচ্ছে, আর কাজের অগ্রগতি কেমন সেই সংক্রান্ত বিষয় নিয়ে  আগামী ৭ সেপ্টেম্বর দুপুর একটা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। ওই বৈঠকে রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা থাকবেন ওই বৈঠকে।

এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিজি এবং এডিজি-রাও থাকার কথা রয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

রাজ্যের কোন দফতরে কেমন কাজ হচ্ছে, সেইসব বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিতে এবার প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

নবান্ন সূত্রে খবর, আগামী ৭ সেপ্টেম্বর দুপুর একটা থেকে শুরু হবে প্রশাসনিক বৈঠক। রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা থাকবেন ওই বৈঠকে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিজি এবং এডিজি-রাও থাকার কথা রয়েছে ওই বৈঠকে। রাজ্যের প্রতিটি দফতরকে নিজেদের কাজকর্মের যাবতীয় খতিয়ান ওদিনের বৈঠকে নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট দফতরগুলির বিভাগীয় প্রধান এবং ডিজিদের সশরীরে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়া ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। প্রতিটি দফতর এবং সেই দফতরগুলির অধীনস্থ বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট দফতরগুলির বিভিন্ন কাজকর্মের মূল্যায়নও করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ক্রমেই এগিয়ে আসছে। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন দফতরগুলির আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজকর্মের খোঁজ-খবর নেওয়ার জন্য মমতার এই প্রশাসনিক বৈঠক স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন দফতরের কাজ নিয়ে বিরোধী দলগুলি বেশ চাপ তৈরি করছে রাজ্য সরকারের উপর। এমন পরিস্থিতিতে রাজ্যের সব দফতরে, কোথায় কেমন কাজ হচ্ছে,  তার খোঁজ-খবর নিতে প্রশাসনিক বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যজুড়ে কাজের অগ্রগতি কেমন, জানতে ৭ সেপ্টেম্বর প্রশাসনিক বৈঠক মমতার

আপডেট : ৩০ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকn  সদ্য কয়েকজন মন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন। আবার অনেকেই কয়েক বছর থেকে নিজ নিজ দফতর সামলাচ্ছেন।   তাঁদের কাজকর্ম কেমন হচ্ছে, আর কাজের অগ্রগতি কেমন সেই সংক্রান্ত বিষয় নিয়ে  আগামী ৭ সেপ্টেম্বর দুপুর একটা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন। ওই বৈঠকে রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা থাকবেন ওই বৈঠকে।

এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিজি এবং এডিজি-রাও থাকার কথা রয়েছে ওই বৈঠকে।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

রাজ্যের কোন দফতরে কেমন কাজ হচ্ছে, সেইসব বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিতে এবার প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

নবান্ন সূত্রে খবর, আগামী ৭ সেপ্টেম্বর দুপুর একটা থেকে শুরু হবে প্রশাসনিক বৈঠক। রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা থাকবেন ওই বৈঠকে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিজি এবং এডিজি-রাও থাকার কথা রয়েছে ওই বৈঠকে। রাজ্যের প্রতিটি দফতরকে নিজেদের কাজকর্মের যাবতীয় খতিয়ান ওদিনের বৈঠকে নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পাশাপাশি সংশ্লিষ্ট দফতরগুলির বিভাগীয় প্রধান এবং ডিজিদের সশরীরে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এছাড়া ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। প্রতিটি দফতর এবং সেই দফতরগুলির অধীনস্থ বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট দফতরগুলির বিভিন্ন কাজকর্মের মূল্যায়নও করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ক্রমেই এগিয়ে আসছে। এমন পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন দফতরগুলির আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজকর্মের খোঁজ-খবর নেওয়ার জন্য মমতার এই প্রশাসনিক বৈঠক স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন দফতরের কাজ নিয়ে বিরোধী দলগুলি বেশ চাপ তৈরি করছে রাজ্য সরকারের উপর। এমন পরিস্থিতিতে রাজ্যের সব দফতরে, কোথায় কেমন কাজ হচ্ছে,  তার খোঁজ-খবর নিতে প্রশাসনিক বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।