০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গা-যমুনার সঙ্গমে নৌকায় হুক্কা, মাংস খাওয়া নিয়ে গোঁসা হিন্দুত্ববাদীদের, কুম্ভমেলাকে সামনে রেখে পালটা সরব নেটিজেনরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশে গঙ্গা-যমুনার সঙ্গমস্থলে নৌকাবিহারের সময় হুক্কা টানা ও মুরগির মাংস রোস্ট করে খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধর্মীয় স্থানে এই ধরনের কাজকে নিন্দনীয় আখ্যা দিয়ে সরব হয়েছে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সমর্থকেরা।

  curtsy Twitter

তাদের অভিযোগ, গঙ্গা-যমুনাকে হিন্দুদের অত্যন্ত পবিত্র স্থান বলেই মানা হয়। তার পরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটল। ৩০ সেকেণ্ডের একটি ভিডিও দেখা গেছে দুজন ব্যক্তি প্রয়াগরাজে গঙ্গা-যমুনার সঙ্গমস্থলে হুক্কা টানছে ও মুরগির মাংস রোস্ট করে খাচ্ছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পুবের কলম।

উত্তরপ্রদেশে নৌকাবিহারের সময় ধূমপানের ঘটনায় গত ৩১ আগস্ট হাসান আহমেদ ও মুহাম্মদ আসিফ নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেই সময় আশ্বস্ত করে জানায়, খুব শীঘ্রই এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পর গত ৩ সেপ্টেম্বর দারাগঞ্জ থানার পুলিশ হাসান আহমেদ ও মহঃ আসিফকে গ্রেফতার করে।

সার্কেল অফিসার আস্থা জয়সোয়াল জানিয়েছেন, তীর্থস্থানে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কাজ কেউ করবে না বলেই মানুষ আশা রাখে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনা নিয়ে হিন্দুত্ববাদীরা সরব হলেও বহু নেটিজেন এই বিরুদ্ধাচারণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেছেন, হয়তো তারা নৌকায় ব্যক্তিগত পরিবহণ করছিলেন। একটি নদী উপাসনার স্থান হলেও, এটি একটি সম্মিলিত সম্পদ। তাই এটি ধর্মে আঘাত লাগার মতো ঘটনা নয়। আবার অনেক নেটাগরিকদের মতে, হিন্দুশাস্ত্রে ধূমপানের ঐতিহ্য কুম্ভমেলায় দেখা যায়। ফলে এই ঘটনায় গঙ্গা-যমুনা অপবিত্র হচ্ছে এটা বলা যায় না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গা-যমুনার সঙ্গমে নৌকায় হুক্কা, মাংস খাওয়া নিয়ে গোঁসা হিন্দুত্ববাদীদের, কুম্ভমেলাকে সামনে রেখে পালটা সরব নেটিজেনরা

আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশে গঙ্গা-যমুনার সঙ্গমস্থলে নৌকাবিহারের সময় হুক্কা টানা ও মুরগির মাংস রোস্ট করে খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধর্মীয় স্থানে এই ধরনের কাজকে নিন্দনীয় আখ্যা দিয়ে সরব হয়েছে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সমর্থকেরা।

  curtsy Twitter

তাদের অভিযোগ, গঙ্গা-যমুনাকে হিন্দুদের অত্যন্ত পবিত্র স্থান বলেই মানা হয়। তার পরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটল। ৩০ সেকেণ্ডের একটি ভিডিও দেখা গেছে দুজন ব্যক্তি প্রয়াগরাজে গঙ্গা-যমুনার সঙ্গমস্থলে হুক্কা টানছে ও মুরগির মাংস রোস্ট করে খাচ্ছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পুবের কলম।

উত্তরপ্রদেশে নৌকাবিহারের সময় ধূমপানের ঘটনায় গত ৩১ আগস্ট হাসান আহমেদ ও মুহাম্মদ আসিফ নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেই সময় আশ্বস্ত করে জানায়, খুব শীঘ্রই এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর পর গত ৩ সেপ্টেম্বর দারাগঞ্জ থানার পুলিশ হাসান আহমেদ ও মহঃ আসিফকে গ্রেফতার করে।

সার্কেল অফিসার আস্থা জয়সোয়াল জানিয়েছেন, তীর্থস্থানে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কাজ কেউ করবে না বলেই মানুষ আশা রাখে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনা নিয়ে হিন্দুত্ববাদীরা সরব হলেও বহু নেটিজেন এই বিরুদ্ধাচারণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেছেন, হয়তো তারা নৌকায় ব্যক্তিগত পরিবহণ করছিলেন। একটি নদী উপাসনার স্থান হলেও, এটি একটি সম্মিলিত সম্পদ। তাই এটি ধর্মে আঘাত লাগার মতো ঘটনা নয়। আবার অনেক নেটাগরিকদের মতে, হিন্দুশাস্ত্রে ধূমপানের ঐতিহ্য কুম্ভমেলায় দেখা যায়। ফলে এই ঘটনায় গঙ্গা-যমুনা অপবিত্র হচ্ছে এটা বলা যায় না।