২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটে আল আমীন মিশনের বড় সাফল্য

ইমামা খাতুন
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 47

পুবের কলম প্রতিবেদক: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটে এবারও বড় সাফল্য পেল আল আমীন মিশনের পড়ুয়ারা। বুধবার গভীর রাতে প্রকাশিত হয়েছে মেডিক্যাল প্রবেশিকা নিটের ফলাফল। সেই ফলাফলে আল আমীন মিশনের ৫০০ জনের বেশি পড়ুয়া সরকারি হাসপাতালে সুযোগ পাবে। এই সাফল্যে খুশি আলআমীন মিশন কর্তৃপক্ষ, পড়ুয়া ও অভিভাবকরা। আল আমীন মিশনের ৫৫০-র উপরে রয়েছে ৬০০ জন। এর মধ্যে ৬০০ নম্বরের বেশি পেয়েছেন ২০০ জনের বেশি পড়ুয়া।

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটে আল আমীন মিশনের বড় সাফল্য

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

আল আমীন মিশনের মধ্যে প্রথম হয়েছেন কুশাঙ্কুর ভৌমিক। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৬। অল ইন্ডিয়া মেডিক্যাল র‌্যাঙ্ক ৪২৭।আবাসিকদের মধ্যে প্রথম স্থানে রয়েছে ইরফান হাবিব। প্রাপ্ত নম্বর ৬৮৫। অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ৪২৭। মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বীরভূমের মুরারইয়ের আ’তারা পারভিন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৫৩। অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ৩ হাজার ৯১৫।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটে আল আমীন মিশনের বড় সাফল্য

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

এই ফলাফল প্রসঙ্গে আল আমীন মিশনের সম্পাদক নুরুল ইসলাম বলেন, এই সাফল্য আল আমীন মিশন পরিবারের সাফল্য। সেই সঙ্গে পড়ুয়া ও অভিভাবকদের সাফল্য। ৩৬ বছর আগে মেডিক্যালের জন্য কোচিং শুরু হয়েছিল। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় সাফল্য এ বছর মিলেছে। আল আমীনের ছাত্রছাত্রীরা ৫০০’র উপর ছাত্রছাত্রী মেডিক্যাল প্রবেশিকায় ভর্তি হবে। আগের থেকে এ বছর অনেকটাই বেশি। যাঁরা সাফল্য পেয়েছে তাদের মধ্যে বেশিরভাগ গ্রামগঞ্জ থেকে আসা পড়ুয়া। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছেলে মেয়েরা সুযোগ পাচ্ছে। এর থেকে বোঝা যায়, চেষ্টা করলে, সাধনা করলে, লেগে থাকলে সাফল্য আসে। এই সাফল্যে আল আমীন মিশ পরিবারের উত্তাল অবস্থা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটে আল আমীন মিশনের বড় সাফল্য

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটে এবারও বড় সাফল্য পেল আল আমীন মিশনের পড়ুয়ারা। বুধবার গভীর রাতে প্রকাশিত হয়েছে মেডিক্যাল প্রবেশিকা নিটের ফলাফল। সেই ফলাফলে আল আমীন মিশনের ৫০০ জনের বেশি পড়ুয়া সরকারি হাসপাতালে সুযোগ পাবে। এই সাফল্যে খুশি আলআমীন মিশন কর্তৃপক্ষ, পড়ুয়া ও অভিভাবকরা। আল আমীন মিশনের ৫৫০-র উপরে রয়েছে ৬০০ জন। এর মধ্যে ৬০০ নম্বরের বেশি পেয়েছেন ২০০ জনের বেশি পড়ুয়া।

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটে আল আমীন মিশনের বড় সাফল্য

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

আল আমীন মিশনের মধ্যে প্রথম হয়েছেন কুশাঙ্কুর ভৌমিক। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৬। অল ইন্ডিয়া মেডিক্যাল র‌্যাঙ্ক ৪২৭।আবাসিকদের মধ্যে প্রথম স্থানে রয়েছে ইরফান হাবিব। প্রাপ্ত নম্বর ৬৮৫। অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ৪২৭। মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বীরভূমের মুরারইয়ের আ’তারা পারভিন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৫৩। অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ৩ হাজার ৯১৫।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিটে আল আমীন মিশনের বড় সাফল্য

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

এই ফলাফল প্রসঙ্গে আল আমীন মিশনের সম্পাদক নুরুল ইসলাম বলেন, এই সাফল্য আল আমীন মিশন পরিবারের সাফল্য। সেই সঙ্গে পড়ুয়া ও অভিভাবকদের সাফল্য। ৩৬ বছর আগে মেডিক্যালের জন্য কোচিং শুরু হয়েছিল। এই সময়ের মধ্যে সবচেয়ে বড় সাফল্য এ বছর মিলেছে। আল আমীনের ছাত্রছাত্রীরা ৫০০’র উপর ছাত্রছাত্রী মেডিক্যাল প্রবেশিকায় ভর্তি হবে। আগের থেকে এ বছর অনেকটাই বেশি। যাঁরা সাফল্য পেয়েছে তাদের মধ্যে বেশিরভাগ গ্রামগঞ্জ থেকে আসা পড়ুয়া। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ছেলে মেয়েরা সুযোগ পাচ্ছে। এর থেকে বোঝা যায়, চেষ্টা করলে, সাধনা করলে, লেগে থাকলে সাফল্য আসে। এই সাফল্যে আল আমীন মিশ পরিবারের উত্তাল অবস্থা।