০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দড়ি লাফে জোড়া বিশ্বরেকর্ড করে গিনেস বুকে নাম তুললেন বাংলাদেশের রাসেল ইসলাম

সুস্মিতা
  • আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার
  • / 16

পুবের কলম ওয়েবডেস্কঃ কত ধরনের বিচিত্র অভ্যাস স্থান করে নেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। এবার দড়ি লাফ বা স্পিকিং রোপে জোড়া বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের রাসেল ইসলাম।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র পৌঁছেছে ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান রাসেলের হাতে।
জানা গেছে, দড়ি লাফের ওপর দুটি বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে ২০১৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন রাসেল। একটি ৩০ সেকেন্ডে এক পায়ে কতবার লাফাতে পারেন তিনি। অন্যটি ১ মিনিটে এক পায়ের।
দুটিতেই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন রাসেল। এর আগে এক পায়ে ৩০ সেকেন্ডে ১৪৪ বার লাফানোর রেকর্ড ভেঙে রাসেল করেন ১৪৫বার। আর ১ মিনিটে এক পায়ে ২৫৮ বার লাফিয়ে এর আগে ২৫৬ বার লাফানোর বিশ্বরেকর্ডটিও ভেঙে দেন রাসেল।
রাসেলের বাড়ি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সিরজাপাড়া গ্রামে। তার বাবার নাম বজলুর রহমান। শিবগঞ্জ ডিগ্রি কলেজে পড়াশোনা করছেন রাসেল। রাসেলের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর দেশের মানুষ। সকলেই আঠেরো বছরের এই তরুণকে অভিনন্দন জানাচ্ছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দড়ি লাফে জোড়া বিশ্বরেকর্ড করে গিনেস বুকে নাম তুললেন বাংলাদেশের রাসেল ইসলাম

আপডেট : ১ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কত ধরনের বিচিত্র অভ্যাস স্থান করে নেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়। এবার দড়ি লাফ বা স্পিকিং রোপে জোড়া বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের রাসেল ইসলাম।গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের শংসাপত্র পৌঁছেছে ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান রাসেলের হাতে।
জানা গেছে, দড়ি লাফের ওপর দুটি বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে ২০১৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন রাসেল। একটি ৩০ সেকেন্ডে এক পায়ে কতবার লাফাতে পারেন তিনি। অন্যটি ১ মিনিটে এক পায়ের।
দুটিতেই নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন রাসেল। এর আগে এক পায়ে ৩০ সেকেন্ডে ১৪৪ বার লাফানোর রেকর্ড ভেঙে রাসেল করেন ১৪৫বার। আর ১ মিনিটে এক পায়ে ২৫৮ বার লাফিয়ে এর আগে ২৫৬ বার লাফানোর বিশ্বরেকর্ডটিও ভেঙে দেন রাসেল।
রাসেলের বাড়ি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সিরজাপাড়া গ্রামে। তার বাবার নাম বজলুর রহমান। শিবগঞ্জ ডিগ্রি কলেজে পড়াশোনা করছেন রাসেল। রাসেলের এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর দেশের মানুষ। সকলেই আঠেরো বছরের এই তরুণকে অভিনন্দন জানাচ্ছেন।