০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে পুলিশকে দেওয়া নিম্নমানের খাবারের ভিডিও তুলে ধরা সেই পুলিশ কর্মীকে ৬০০ কিলোমিটার দূরে বদলির নির্দেশ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 38

 

পুবের কলম ওয়েবডেস্ক:  মনে পড়ে পুলিশের উর্দি গায়ে, হাতে খাবারের থালা, তাতে কিছু শুকনো রুটি আর একটি বাটিতে সামান্য ডাল । অঝোর কান্নায় ভেঙে পড়া কনস্টেবল ভিডিওতে  বলছেন এই খাবারে কোন সারমেয়ও মুখ দেবেনা। উত্তরপ্রদেশের এই ঘটনা তোলপাড় ফেলেছিল গোটা দেশে। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করা সেই কনস্টেবলকে ফিরোজাবাদ থেকে বদলি করে দেওয়া হল ৬০০ কিলোমিটার দূরে গাজিয়াবাদে।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

এর আগে ২৬ বছর বয়সী কনস্টেবল, মনোজ কুমারকে ‘দীর্ঘ ছুটি’তে পাঠানো হয়েছিল যখন তার চোখে জল এবং হাতে যোগীরাজ্যের পুলিশদের দেওয়া অতিনিম্ন মানের খাবারের ছবি ভাইরাল হয়েছিল।  আলিগড় জেলার বাসিন্দা মনোজ কুমার বলেন, “আমার পরিবারে দুই ছোট ভাই এবং একজন অবিবাহিত বোন সহ মোট ছয়জন সদস্য রয়েছেন। আমার বাবা-মা বৃদ্ধ এবং চিকিৎসাধীন। আমাকে ৬০০  কিলোমিটার দূরে বদলি করে দেওয়া হলে আমার পক্ষে পরিবারের দেখভাল করা অত্যন্ত কঠিন কাজ হবে। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য।” মনোজের সহকর্মীরা বলছেন এই বদলির সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাস্তব সত্যিটা তুলে ধরেছিলেন বলে ৬০০ কিলোমিটার দূরে তাঁকে বদলি করে দেওয়া হল। এটা শাস্তি ছাড়া কিছুই নয়। মনোজের ছোট দুই ভাই এখনও লেখাপড়া করছে। বাড়িতে বৃদ্ধ বাবা, মা। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, ফিরোজাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সার্কেল অফিসারদের মেসে পরিবেশিত খাবারের মান পরীক্ষা করার জন্য নির্দেশিকা জারি করেছেন।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে পুলিশকে দেওয়া নিম্নমানের খাবারের ভিডিও তুলে ধরা সেই পুলিশ কর্মীকে ৬০০ কিলোমিটার দূরে বদলির নির্দেশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক:  মনে পড়ে পুলিশের উর্দি গায়ে, হাতে খাবারের থালা, তাতে কিছু শুকনো রুটি আর একটি বাটিতে সামান্য ডাল । অঝোর কান্নায় ভেঙে পড়া কনস্টেবল ভিডিওতে  বলছেন এই খাবারে কোন সারমেয়ও মুখ দেবেনা। উত্তরপ্রদেশের এই ঘটনা তোলপাড় ফেলেছিল গোটা দেশে। এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করা সেই কনস্টেবলকে ফিরোজাবাদ থেকে বদলি করে দেওয়া হল ৬০০ কিলোমিটার দূরে গাজিয়াবাদে।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা, সরব রাহুল গান্ধি

এর আগে ২৬ বছর বয়সী কনস্টেবল, মনোজ কুমারকে ‘দীর্ঘ ছুটি’তে পাঠানো হয়েছিল যখন তার চোখে জল এবং হাতে যোগীরাজ্যের পুলিশদের দেওয়া অতিনিম্ন মানের খাবারের ছবি ভাইরাল হয়েছিল।  আলিগড় জেলার বাসিন্দা মনোজ কুমার বলেন, “আমার পরিবারে দুই ছোট ভাই এবং একজন অবিবাহিত বোন সহ মোট ছয়জন সদস্য রয়েছেন। আমার বাবা-মা বৃদ্ধ এবং চিকিৎসাধীন। আমাকে ৬০০  কিলোমিটার দূরে বদলি করে দেওয়া হলে আমার পক্ষে পরিবারের দেখভাল করা অত্যন্ত কঠিন কাজ হবে। আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য।” মনোজের সহকর্মীরা বলছেন এই বদলির সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাস্তব সত্যিটা তুলে ধরেছিলেন বলে ৬০০ কিলোমিটার দূরে তাঁকে বদলি করে দেওয়া হল। এটা শাস্তি ছাড়া কিছুই নয়। মনোজের ছোট দুই ভাই এখনও লেখাপড়া করছে। বাড়িতে বৃদ্ধ বাবা, মা। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, ফিরোজাবাদের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সার্কেল অফিসারদের মেসে পরিবেশিত খাবারের মান পরীক্ষা করার জন্য নির্দেশিকা জারি করেছেন।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের যুবক সনুকে ছয় মাস পর পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ