১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফাঁস হল তালিকা ব্যালন ডি অর জয়ী করিম বেঞ্জেমাই

সুস্মিতা
  • আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
  • / 43

পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি মাসের ১৭ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি অর জয়ীর নাম। গত মরশুমে জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে নজরকাড়া পারফরম্যান্সের জন্য নির্দিষ্ট কোনও এক ফুটবলারকে দেওয়া হবে এই বিশেষ সম্মান। যদিও নির্ধারিত সময়ের আগেই ফাঁস হয়ে গেল এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। আর সেখানে ভেসে উঠছে ফরাসি ফুটবল তারকা করিম বেঞ্জেমার নাম। ফাঁস হওয়া তালিকায় জ্বলজ্বল করছে রিয়াল তারকা বেঞ্জেমার নাম।

ট্যুইটারের পাশাপাশি বিশ্বের নামীদামি সংবাদমাধ্যমে একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে। যদিও সেই লিস্টের সত্যাতা যাছাই করা মুশকিল। তবে গত মরশুমে করিম বেঞ্জেমা যেভাবে ক্লাবের পাশাপাশি দেশের হয়ে যে ফুটবলটা খেলেছেন, তাতে এবারের ব্যালন ডি’অর করিম বেঞ্জেমার হাতে ওঠার কথা। সোশ্যাল মিডিয়ায় যে তালিকা ফাঁস হয়েছে সেখানে এক নম্বরে রয়েছে বেঞ্জেমার নাম। সেখানে তিনি পেয়েছেন মোট ২৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা সাদিও মানের পয়েন্ট ১৬। এবং তালিকার তৃতীয় স্থানে থাকা লিভারপুলের মুহাম্মদ সালাহ’র পাশে রয়েছে ১৪ পয়েন্ট।

যদিও ওই তালিকার একটা নাম দেখে সবাই অবাক হয়েছেন। সেই নাম ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের। গত মরশুমে রিয়ালের জার্সিতে দারুণ পারফর্ম করা এই ব্রাজিলিয়ান রয়েছেন ব্যালন ডি অরের তালিকায় চার নম্বরে। তালিকার পাঁচ ও ছ’য় নম্বরে রয়েছেন যথাক্রমে রবার্ট লেয়নডস্কি ও কিলিয়ান এমবাপ্পের নাম। শীর্ষে থাকা বেঞ্জেমা অবশ্য গত মরশুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ ৪৪ গোল করেন। একই সঙ্গে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছিলেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের খেতাব। তিনিই ছিলেন চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের গোলমেশিন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফাঁস হল তালিকা ব্যালন ডি অর জয়ী করিম বেঞ্জেমাই

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি মাসের ১৭ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি অর জয়ীর নাম। গত মরশুমে জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে নজরকাড়া পারফরম্যান্সের জন্য নির্দিষ্ট কোনও এক ফুটবলারকে দেওয়া হবে এই বিশেষ সম্মান। যদিও নির্ধারিত সময়ের আগেই ফাঁস হয়ে গেল এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। আর সেখানে ভেসে উঠছে ফরাসি ফুটবল তারকা করিম বেঞ্জেমার নাম। ফাঁস হওয়া তালিকায় জ্বলজ্বল করছে রিয়াল তারকা বেঞ্জেমার নাম।

ট্যুইটারের পাশাপাশি বিশ্বের নামীদামি সংবাদমাধ্যমে একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে। যদিও সেই লিস্টের সত্যাতা যাছাই করা মুশকিল। তবে গত মরশুমে করিম বেঞ্জেমা যেভাবে ক্লাবের পাশাপাশি দেশের হয়ে যে ফুটবলটা খেলেছেন, তাতে এবারের ব্যালন ডি’অর করিম বেঞ্জেমার হাতে ওঠার কথা। সোশ্যাল মিডিয়ায় যে তালিকা ফাঁস হয়েছে সেখানে এক নম্বরে রয়েছে বেঞ্জেমার নাম। সেখানে তিনি পেয়েছেন মোট ২৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা সাদিও মানের পয়েন্ট ১৬। এবং তালিকার তৃতীয় স্থানে থাকা লিভারপুলের মুহাম্মদ সালাহ’র পাশে রয়েছে ১৪ পয়েন্ট।

যদিও ওই তালিকার একটা নাম দেখে সবাই অবাক হয়েছেন। সেই নাম ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের। গত মরশুমে রিয়ালের জার্সিতে দারুণ পারফর্ম করা এই ব্রাজিলিয়ান রয়েছেন ব্যালন ডি অরের তালিকায় চার নম্বরে। তালিকার পাঁচ ও ছ’য় নম্বরে রয়েছেন যথাক্রমে রবার্ট লেয়নডস্কি ও কিলিয়ান এমবাপ্পের নাম। শীর্ষে থাকা বেঞ্জেমা অবশ্য গত মরশুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ ৪৪ গোল করেন। একই সঙ্গে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতেছিলেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের খেতাব। তিনিই ছিলেন চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের গোলমেশিন।