১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাইলস্টোন ছুঁলেন চিকিৎসকরা, স্পেনে হল বিশ্বের প্রথম অন্ত্র প্রতিস্থাপন, গ্রহীতা একবছরের শিশুকন্যা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার
  • / 77

প্রতীকী ছবি

 

 

আরও পড়ুন: ইরান-ইসরায়েল সংঘাত থামিয়ে আলোচনায় ফেরার আহ্বান স্পেনের

 

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

 

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

পুবের কলম ওয়েবডেস্ক: আক্ষরিক অর্থেই মাইলস্টোন ছুঁলেন চিকিৎসকরা। স্পেনের এক হাসপাতালে বিশ্বের প্রথম অন্ত্র প্রতিস্থাপন হল। গ্রহীতা হল এক বছরের এক ছোট্ট শিশু। অন্ত্রের পাশাপাশি সে পেয়েছে নতুন যকৃৎ, প্লীহা এবং অগ্ন্যাশয়।

 

মাদ্রিজের লা পাজ হাসপাতালে  মঙ্গলবার এই ম্যারাথন অস্ত্রোপচার  হয়। চিকিৎদের একটি দল একবছরের শিশুকন্যা এমার দেহে এই ম্যারাথন অস্ত্রোপচার করেন। চিকিৎসকদের কথায় তাঁরা তাদের কাজ করেছেন । কিন্তু এমার লড়াই এবং বেঁচে থাকার ইচ্ছেকেও কুর্নিশ জানিয়েছেন তাঁরা।

 

জন্মের পরেই অন্ত্রের কঠিন অসুখে আক্রান্ত হয় এমা। পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে ওই একরত্তি কে নিয়ে যাওয়ার পর জানতে পারেন স্বাভাবিকের চেয়ে অনেক   ছোট এমার অন্ত্র। তাকে সুস্থ করতে একমাত্র  অন্ত্র প্রতিস্থাপনই হতে পারে বিকল্প । তখন থেকেই শুরু হয়ে যায় বিকল্প অন্ত্রের জন্য দাতার সন্ধান।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত  এক ব্যক্তির অন্ত্র এমার শরীরে প্রতিস্থাপিত করা হয়। মেডিক্যাল টিমের কথায় এটাই বিশ্বের প্রথম অন্ত্র প্রতিস্থাপনের ঘটনা। অন্ত্র প্রতিস্থাপন এমনিতেই অসম্ভব বলেই মনে করেন চিকিৎসকরা। কারণ দাতার শরীর থেকে অন্ত্র নিয়ে গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করার আগে সংরক্ষণ করার পদ্ধতি অত্যন্ত জটিল। এরপরেও ভয় থাকে যদি গ্রহীতার শরীর তা প্রত্যাক্ষান করে। কিন্তু স্পেনের হাসপাতাল এই সবকটি পর্যায় পার করে নতুন জীবন দিয়েছে ওই একরত্তিকে। এমার পরিবারের সদস্যরাও  দাতার পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।  ছোট্ট এমার মধ্যে দিয়েই বেঁচে থাকবেন ওই ব্যক্তি।

অঙ্গ প্রতিস্থাপনে এমনিতেই বিশ্বের বহু দেশের থেকে এগিয়ে আছে স্পেন। অন্ত্র প্রতিস্থাপনের মধ্যে দিয়ে তার প্রমান আরও একবার এই ইউরোপীয় দেশটি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাইলস্টোন ছুঁলেন চিকিৎসকরা, স্পেনে হল বিশ্বের প্রথম অন্ত্র প্রতিস্থাপন, গ্রহীতা একবছরের শিশুকন্যা

আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: ইরান-ইসরায়েল সংঘাত থামিয়ে আলোচনায় ফেরার আহ্বান স্পেনের

 

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ী স্পেনকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

 

আরও পড়ুন: অন্ধকারে ডুবল স্পেন-পর্তুগাল-ফ্রান্স, ইউরোপে সাইবার হামলা, উঠছে প্রশ্ন

পুবের কলম ওয়েবডেস্ক: আক্ষরিক অর্থেই মাইলস্টোন ছুঁলেন চিকিৎসকরা। স্পেনের এক হাসপাতালে বিশ্বের প্রথম অন্ত্র প্রতিস্থাপন হল। গ্রহীতা হল এক বছরের এক ছোট্ট শিশু। অন্ত্রের পাশাপাশি সে পেয়েছে নতুন যকৃৎ, প্লীহা এবং অগ্ন্যাশয়।

 

মাদ্রিজের লা পাজ হাসপাতালে  মঙ্গলবার এই ম্যারাথন অস্ত্রোপচার  হয়। চিকিৎদের একটি দল একবছরের শিশুকন্যা এমার দেহে এই ম্যারাথন অস্ত্রোপচার করেন। চিকিৎসকদের কথায় তাঁরা তাদের কাজ করেছেন । কিন্তু এমার লড়াই এবং বেঁচে থাকার ইচ্ছেকেও কুর্নিশ জানিয়েছেন তাঁরা।

 

জন্মের পরেই অন্ত্রের কঠিন অসুখে আক্রান্ত হয় এমা। পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে ওই একরত্তি কে নিয়ে যাওয়ার পর জানতে পারেন স্বাভাবিকের চেয়ে অনেক   ছোট এমার অন্ত্র। তাকে সুস্থ করতে একমাত্র  অন্ত্র প্রতিস্থাপনই হতে পারে বিকল্প । তখন থেকেই শুরু হয়ে যায় বিকল্প অন্ত্রের জন্য দাতার সন্ধান।

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত  এক ব্যক্তির অন্ত্র এমার শরীরে প্রতিস্থাপিত করা হয়। মেডিক্যাল টিমের কথায় এটাই বিশ্বের প্রথম অন্ত্র প্রতিস্থাপনের ঘটনা। অন্ত্র প্রতিস্থাপন এমনিতেই অসম্ভব বলেই মনে করেন চিকিৎসকরা। কারণ দাতার শরীর থেকে অন্ত্র নিয়ে গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করার আগে সংরক্ষণ করার পদ্ধতি অত্যন্ত জটিল। এরপরেও ভয় থাকে যদি গ্রহীতার শরীর তা প্রত্যাক্ষান করে। কিন্তু স্পেনের হাসপাতাল এই সবকটি পর্যায় পার করে নতুন জীবন দিয়েছে ওই একরত্তিকে। এমার পরিবারের সদস্যরাও  দাতার পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।  ছোট্ট এমার মধ্যে দিয়েই বেঁচে থাকবেন ওই ব্যক্তি।

অঙ্গ প্রতিস্থাপনে এমনিতেই বিশ্বের বহু দেশের থেকে এগিয়ে আছে স্পেন। অন্ত্র প্রতিস্থাপনের মধ্যে দিয়ে তার প্রমান আরও একবার এই ইউরোপীয় দেশটি।