০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
  • / 41

পুবের কলম ওয়েব ডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলরা পারেননি। কিন্তু হরমনপ্রিত কউর, স্মৃতি মান্ধানা, শেফালী বর্মা, রেনুকা সিংরা পেরেছেন। ভারতের ছেলেরা এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলেও সিলেটে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে নাস্তনাবুদ করে ৮ উইকেটে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ ঘরে তুললেন ভারতের মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন চামারি আতাপত্তু। কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে শ্রীলঙ্কার মেয়েরা। একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। প্রথম ৯ রানের মধ্যেই চারটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ফের বল হতে বিধ্বংসী হয়ে উঠলেন ভারতীয় মহিলা পেসার রেনুকা সিং। তিন ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন দিয়ে মাত্র পাঁচ রানের বিনিময়ে তিনি তুলে দিলেন তিনটি উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড এবং স্নেহ রানাও দারুন বোলিং করলেন। দুজনেই দুটি করে উইকেট নিলেন। অবশ্য তাতেও শ্রীলঙ্কার সব কটি উইকেট পরলো না। ৯ উইকেটের বিনিময় শ্রীলঙ্কা করল ৬৫ রান ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে রইলেন স্মৃতি মান্ধানা। শেফালী বর্মা এবং জেমাইমা রডরিগেজ খুব একটা সুবিধা করতে না পারলেও, ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরকে সঙ্গে নিয়ে অপরাজিত হাফ সেঞ্চুরি করে ভারতকে জয় এনে দিলেন স্মৃতি মান্ধানা। মাত্র ২৫ বলে ছটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে স্মৃতি করলেন ৫১ রান। ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে নয়া নজির করল ভারত। এখন পর্যন্ত মেয়েদের এশিয়া কাপ মোট আটবার হয়েছে। তার মধ্যে একবার বাদ দিলে সবকটি এশিয়া কাপ ভারতের। পরিবর্তন শুধু ক্যাপ্টেন্সিতে।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলরা পারেননি। কিন্তু হরমনপ্রিত কউর, স্মৃতি মান্ধানা, শেফালী বর্মা, রেনুকা সিংরা পেরেছেন। ভারতের ছেলেরা এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারলেও সিলেটে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে নাস্তনাবুদ করে ৮ উইকেটে হারিয়ে সপ্তমবার এশিয়া কাপ ঘরে তুললেন ভারতের মেয়েরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন চামারি আতাপত্তু। কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে শ্রীলঙ্কার মেয়েরা। একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। প্রথম ৯ রানের মধ্যেই চারটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ফের বল হতে বিধ্বংসী হয়ে উঠলেন ভারতীয় মহিলা পেসার রেনুকা সিং। তিন ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন দিয়ে মাত্র পাঁচ রানের বিনিময়ে তিনি তুলে দিলেন তিনটি উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড এবং স্নেহ রানাও দারুন বোলিং করলেন। দুজনেই দুটি করে উইকেট নিলেন। অবশ্য তাতেও শ্রীলঙ্কার সব কটি উইকেট পরলো না। ৯ উইকেটের বিনিময় শ্রীলঙ্কা করল ৬৫ রান ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে রইলেন স্মৃতি মান্ধানা। শেফালী বর্মা এবং জেমাইমা রডরিগেজ খুব একটা সুবিধা করতে না পারলেও, ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরকে সঙ্গে নিয়ে অপরাজিত হাফ সেঞ্চুরি করে ভারতকে জয় এনে দিলেন স্মৃতি মান্ধানা। মাত্র ২৫ বলে ছটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে স্মৃতি করলেন ৫১ রান। ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে নয়া নজির করল ভারত। এখন পর্যন্ত মেয়েদের এশিয়া কাপ মোট আটবার হয়েছে। তার মধ্যে একবার বাদ দিলে সবকটি এশিয়া কাপ ভারতের। পরিবর্তন শুধু ক্যাপ্টেন্সিতে।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত