০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নীল সমুদ্র সৈকতের শিরোপা পেল লাক্ষাদ্বীপের দুটি সি বিচ, ট্যুইটে শুভেচ্ছা মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক :  ব্লু ট্যাগ বা নীল সমুদ্র সৈকতের শিরোপা পেল লাক্ষাদ্বীপের দুটি সি বিচ।   ট্যুইট করে নাগরিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত বছর  পুদুচেরির ইডেন বিচ ও তামিলনাড়ুর কোভালাম বিচ দুটি এই খেতাব পেয়েছিল।  এবছর এই শিরোপা পেল লাক্ষাদ্বীপের দুটি সমুদ্র সৈকত।

ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন (এফইই) পর্যটন স্থানগুলিকে তাদের উচ্চ  পরিবেশগত গুণমান, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শংসাপত্রটি প্রদান করে থাকে। লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতগুলিও পরিচ্ছন্ন পরিবেশ-বান্ধব পরিবেশের জন্য ব্লু ট্যাগ বা নীল সমুদ্র সৈকতের আখ্যা পেল।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদবের এই বিষয়ে শেয়ার করা একটি পোস্ট ট্যাগ করে ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অসাধারণ’। এই কৃতিত্বের জন্য বিশেষ করে লাক্ষাদ্বীপের মানুষকে অভিনন্দন। ভারতের উপকূলরেখা অসাধারণ এবং উপকূলীয় পরিচ্ছন্নতার সঙ্গে আমাদের জনগণের মধ্যে প্রচুর আবেগ রয়েছে’।

এই প্রসঙ্গে আগেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব একটি ট্যুইট করে লেখেন, ‘মিনিকয়ের থুণ্ডি সৈকত ও কদমত সৈকত, নীল সমুদ্র সৈকতের তালিকায় আসার জন্য আমরা গর্বিত।’ কেন্দ্রীয় মন্ত্রীর আরও সংযোজন লাক্ষাদ্বীপের এই দুটি সমুদ্র সৈকত ‘ব্লু ট্যাগ’ এর তকমা পাওয়ায় দেশে মোট নীল সৈকতের সংখ্যা দাঁড়াল ১২।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার দিকে ভারতের নিরলস যাত্রার অঙ্গ এটি। যাদব সবাইকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল দেখার জন্য অনুরোধ জানিয়ে বলেন, থুন্ডি সৈকত লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে প্রাচীন এবং মনোরম সৈকতগুলির মধ্যে একটি, যেখানে “সাদা বালির রেখা ফিরোজা নীল হ্রদের জলের উপর খেলা করে’। আর কদমত সুমদ্র সৈকত হল, অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে আকর্ষণীয়। কারণ এই সৈকতটিতে বিভিন্ন ধরনের জলক্রীড়ার ব্যবস্থা আছে’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নীল সমুদ্র সৈকতের শিরোপা পেল লাক্ষাদ্বীপের দুটি সি বিচ, ট্যুইটে শুভেচ্ছা মোদির

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক :  ব্লু ট্যাগ বা নীল সমুদ্র সৈকতের শিরোপা পেল লাক্ষাদ্বীপের দুটি সি বিচ।   ট্যুইট করে নাগরিকদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত বছর  পুদুচেরির ইডেন বিচ ও তামিলনাড়ুর কোভালাম বিচ দুটি এই খেতাব পেয়েছিল।  এবছর এই শিরোপা পেল লাক্ষাদ্বীপের দুটি সমুদ্র সৈকত।

ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন (এফইই) পর্যটন স্থানগুলিকে তাদের উচ্চ  পরিবেশগত গুণমান, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য শংসাপত্রটি প্রদান করে থাকে। লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতগুলিও পরিচ্ছন্ন পরিবেশ-বান্ধব পরিবেশের জন্য ব্লু ট্যাগ বা নীল সমুদ্র সৈকতের আখ্যা পেল।

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদবের এই বিষয়ে শেয়ার করা একটি পোস্ট ট্যাগ করে ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অসাধারণ’। এই কৃতিত্বের জন্য বিশেষ করে লাক্ষাদ্বীপের মানুষকে অভিনন্দন। ভারতের উপকূলরেখা অসাধারণ এবং উপকূলীয় পরিচ্ছন্নতার সঙ্গে আমাদের জনগণের মধ্যে প্রচুর আবেগ রয়েছে’।

এই প্রসঙ্গে আগেই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব একটি ট্যুইট করে লেখেন, ‘মিনিকয়ের থুণ্ডি সৈকত ও কদমত সৈকত, নীল সমুদ্র সৈকতের তালিকায় আসার জন্য আমরা গর্বিত।’ কেন্দ্রীয় মন্ত্রীর আরও সংযোজন লাক্ষাদ্বীপের এই দুটি সমুদ্র সৈকত ‘ব্লু ট্যাগ’ এর তকমা পাওয়ায় দেশে মোট নীল সৈকতের সংখ্যা দাঁড়াল ১২।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার দিকে ভারতের নিরলস যাত্রার অঙ্গ এটি। যাদব সবাইকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল দেখার জন্য অনুরোধ জানিয়ে বলেন, থুন্ডি সৈকত লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে প্রাচীন এবং মনোরম সৈকতগুলির মধ্যে একটি, যেখানে “সাদা বালির রেখা ফিরোজা নীল হ্রদের জলের উপর খেলা করে’। আর কদমত সুমদ্র সৈকত হল, অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে আকর্ষণীয়। কারণ এই সৈকতটিতে বিভিন্ন ধরনের জলক্রীড়ার ব্যবস্থা আছে’।