০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিশু-কিশোরদের আত্মহননের ঘটনায় প্রথম মধ্যপ্রদেশ,দ্বিতীয় পশ্চিমবঙ্গ বলছে এনসিআরবি-রিপোর্ট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার
  • / 105

পুবের কলম ওয়েবডেস্কঃ খুব  সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ব্যুরো প্রকাশিত  একটি রিপোর্ট  থেকে জানা যাচ্ছে  এই দেশে বিপদজনক ভাবে প্রবনতা বাড়ছে শিশু, কিশোরদের আত্মহননের। স্বাভাবিক  ভাবেই এই রিপোর্ট প্রকাশ্যে আসার  পর  উদ্বিগ্ন  শিক্ষাবিদ,  মনোবিদ থেকে শুরু করে  অভিভাবকরাও। প্রশ্ন  উঠে আসছে  কেন এত  অসহিষ্ণু  হয়ে পড়ছে বর্তমান প্রজন্ম।  যার জেরে  আত্মহত্যার  মত চরম পথ বেছে নিতে হচ্ছে।

পরিসংখ্যান বলছে  ২০১৭ সাল থেকে ২০১৯ সাল, এই তিন বছরে আত্মহননের পথে হেঁটেছে ২৪ হাজার ৫৬৮ জন শিশু। এর মধ্যে ১৩ হাজার ৩২৫ জন মেয়ে।মনোবিদরা বলছেন  এক নয় একাধিক  কারণ  নিহিত আছে  এর মধ্যে।  প্রতিযোগিতার ইঁদুর  দৌড়, প্রিয়জনের মৃত্যু,  অভিভাবকদের বিচ্ছেদ,  মাদকাসক্ত  এই ধরনের  হাজারো  কারণ  রয়েছে।

আরও পড়ুন: বাংলার হজ আবেদনকারীদের সংখ্যা ২০২৬-এ আরও কমে যাচ্ছে

সব চেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে মধ্যপ্রেদেশে। বিগত তিনবছরের মধ্যে সেখানে ৩ হাজার ১১৫ জন আত্মঘাতী হয়েছে।দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।  এনসিআরবি এর রিপোর্ট বলছে বিগত তিন বছরে  ২ হাজার ৮০২ জন শিশু কিশোর আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গে।এরপরের স্থান মহারাষ্ট্রের। ম

আরও পড়ুন: কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা

মনোবিদরা বলছেন এই বিশ্বব্যাপী মহামারির কারণে বিগত দেড় বছরের বেশি বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এরফলে পড়ুয়াদের মানসিক অবস্থার ওপর যা যথেষ্ট প্রভাব ফেলছে। তাই অকারণ সমালোচনা নয়, বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়ান।

আরও পড়ুন: এমএসএমই-তে মহিলাদের নেতৃত্বদানে এক নম্বরে বাংলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিশু-কিশোরদের আত্মহননের ঘটনায় প্রথম মধ্যপ্রদেশ,দ্বিতীয় পশ্চিমবঙ্গ বলছে এনসিআরবি-রিপোর্ট

আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ খুব  সম্প্রতি ন্যাশনাল ক্রাইম ব্যুরো প্রকাশিত  একটি রিপোর্ট  থেকে জানা যাচ্ছে  এই দেশে বিপদজনক ভাবে প্রবনতা বাড়ছে শিশু, কিশোরদের আত্মহননের। স্বাভাবিক  ভাবেই এই রিপোর্ট প্রকাশ্যে আসার  পর  উদ্বিগ্ন  শিক্ষাবিদ,  মনোবিদ থেকে শুরু করে  অভিভাবকরাও। প্রশ্ন  উঠে আসছে  কেন এত  অসহিষ্ণু  হয়ে পড়ছে বর্তমান প্রজন্ম।  যার জেরে  আত্মহত্যার  মত চরম পথ বেছে নিতে হচ্ছে।

পরিসংখ্যান বলছে  ২০১৭ সাল থেকে ২০১৯ সাল, এই তিন বছরে আত্মহননের পথে হেঁটেছে ২৪ হাজার ৫৬৮ জন শিশু। এর মধ্যে ১৩ হাজার ৩২৫ জন মেয়ে।মনোবিদরা বলছেন  এক নয় একাধিক  কারণ  নিহিত আছে  এর মধ্যে।  প্রতিযোগিতার ইঁদুর  দৌড়, প্রিয়জনের মৃত্যু,  অভিভাবকদের বিচ্ছেদ,  মাদকাসক্ত  এই ধরনের  হাজারো  কারণ  রয়েছে।

আরও পড়ুন: বাংলার হজ আবেদনকারীদের সংখ্যা ২০২৬-এ আরও কমে যাচ্ছে

সব চেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে মধ্যপ্রেদেশে। বিগত তিনবছরের মধ্যে সেখানে ৩ হাজার ১১৫ জন আত্মঘাতী হয়েছে।দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।  এনসিআরবি এর রিপোর্ট বলছে বিগত তিন বছরে  ২ হাজার ৮০২ জন শিশু কিশোর আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গে।এরপরের স্থান মহারাষ্ট্রের। ম

আরও পড়ুন: কাশ্মীরি-কন্নড় প্রথম ফিচার ফিল্ম, উপত্যকায় সিনেশিল্প পুনরুজ্জীবিত হওয়ার আশা

মনোবিদরা বলছেন এই বিশ্বব্যাপী মহামারির কারণে বিগত দেড় বছরের বেশি বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এরফলে পড়ুয়াদের মানসিক অবস্থার ওপর যা যথেষ্ট প্রভাব ফেলছে। তাই অকারণ সমালোচনা নয়, বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়ান।

আরও পড়ুন: এমএসএমই-তে মহিলাদের নেতৃত্বদানে এক নম্বরে বাংলা