২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালদা পুরসভার ভোট ২১ নভেম্বরই: কলকাতা হাইকোর্ট

ইমামা খাতুন
  • আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
  • / 45

পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেল জাতীয় কংগ্রেস। এ দিন পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থাভোটের ‘দিনক্ষণ’ নিয়ে কংগ্রেসের আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

পূর্ব নির্ধারিত ২১ নভেম্বরই হবে ঝালদা পুরসভার আস্থা ভোট। এরফলে তৃণমূল কিছুটা সময় পেল বলে মনে করছে ওয়াকিফহাল মহল। জানা গেছে, ১২ আসন বিশিষ্ট পুরুলিয়ার ঝালদা পুরসভায় ৫ জন কংগ্রেস কাউন্সিলর ও ১ জন নির্দল কাউন্সিলর তৃণমূলের চেয়্যারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন গত ১৩ অক্টোবর।

আরও পড়ুন: দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশ পাঠানো হয়েছে?  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট চাইলো হাইকোর্ট 

ঠিক তার কয়েকদিন আগে নির্দল প্রার্থী হয়ে জিতে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় শাসকদল ছেড়ে দেন। এইরকম রাজনৈতিক দলবদলের খেলায় ঝালদায় সংখ্যা সংকটে পড়ে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভাইস চেয়্যারম্যান বিজ্ঞপ্তি জারি করেন। আগামী ২১ নভেম্বর আস্থা ভোট হবে এই মর্মে বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

 

আরও পড়ুন: হাওড়ায় রামনবমী পালনে আয়োজকদের ‘কড়া শর্তাবলি’ দিল কলকাতা হাইকোর্ট

জাতীয় কংগ্রেসের দাবি, ‘এত দেরি করা হচ্ছে তার কারণ তৃণমূল কাউন্সিলদের কেনার পরিকল্পনা করছে।’ এ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে যায় কংগ্রেস। এ দিন সেই আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। গত ঝালদা পুরসভার ফল ঘোষণার পর দেখা গিয়েছিল তা ত্রিশঙ্কু হয়ে রয়েছে। কংগ্রেস ও তৃণমূল দুই দলই ৫টি করে আসন পেয়েছিল।

২টি আসন জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তারপর ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। সেই মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ২১ নভেম্বর ঝালদা পুরসভায় আস্থাভোট হবে তা এ দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝালদা পুরসভার ভোট ২১ নভেম্বরই: কলকাতা হাইকোর্ট

আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খেল জাতীয় কংগ্রেস। এ দিন পুরুলিয়ার ঝালদা পুরসভার আস্থাভোটের ‘দিনক্ষণ’ নিয়ে কংগ্রেসের আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

পূর্ব নির্ধারিত ২১ নভেম্বরই হবে ঝালদা পুরসভার আস্থা ভোট। এরফলে তৃণমূল কিছুটা সময় পেল বলে মনে করছে ওয়াকিফহাল মহল। জানা গেছে, ১২ আসন বিশিষ্ট পুরুলিয়ার ঝালদা পুরসভায় ৫ জন কংগ্রেস কাউন্সিলর ও ১ জন নির্দল কাউন্সিলর তৃণমূলের চেয়্যারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন গত ১৩ অক্টোবর।

আরও পড়ুন: দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশ পাঠানো হয়েছে?  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট চাইলো হাইকোর্ট 

ঠিক তার কয়েকদিন আগে নির্দল প্রার্থী হয়ে জিতে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় শাসকদল ছেড়ে দেন। এইরকম রাজনৈতিক দলবদলের খেলায় ঝালদায় সংখ্যা সংকটে পড়ে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভাইস চেয়্যারম্যান বিজ্ঞপ্তি জারি করেন। আগামী ২১ নভেম্বর আস্থা ভোট হবে এই মর্মে বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: এসএসসি মামলায় রাজ্যের স্বস্তি, মামলায় জরুরি হস্তক্ষেপে ‘না’ হাইকোর্টের, নিয়োগে রইল না বাধা

 

আরও পড়ুন: হাওড়ায় রামনবমী পালনে আয়োজকদের ‘কড়া শর্তাবলি’ দিল কলকাতা হাইকোর্ট

জাতীয় কংগ্রেসের দাবি, ‘এত দেরি করা হচ্ছে তার কারণ তৃণমূল কাউন্সিলদের কেনার পরিকল্পনা করছে।’ এ দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে যায় কংগ্রেস। এ দিন সেই আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। গত ঝালদা পুরসভার ফল ঘোষণার পর দেখা গিয়েছিল তা ত্রিশঙ্কু হয়ে রয়েছে। কংগ্রেস ও তৃণমূল দুই দলই ৫টি করে আসন পেয়েছিল।

২টি আসন জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তারপর ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন। সেই মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ২১ নভেম্বর ঝালদা পুরসভায় আস্থাভোট হবে তা এ দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।