চালুর ছাড়পত্র পেল জোকা-তারাতলা মেট্রো লাইন

- আপডেট : ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 17
পুবের কলম ওয়েব ডেস্কঃ কিছুদিন আগেই শিয়ালদহ থেকে সেক্টর-৫ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। তারপর নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ফের কলকাতাবাসীর জন্য সুখবর। সব ঠিক থাকলে এবার চালু হবে জোকা-তারাতলা মেট্রো। এর জন্য চূড়ান্ত ছাড়পত্র মিলেছে। গত ১০ নভেম্বর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস জোকা-তারাতলা মেট্রো রুটের চূড়ান্ত ইন্সপেকশন করেন। তারপরই এই রুটে মেট্রো চলাচলের জন্য মিলল চূড়ান্ত অনুমোদন। এই অনুমোদন পাওয়ার ৩ মাসের মধ্যেই চালু করতে হবে মেট্রো পরিষেবা। ফলে নতুন রুটে মেট্রো চালু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর-৫ থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়ার পর এবার পার্পল লাইনও আংশিকভাবে চালু হবে। পার্পল লাইন মেট্রো বা কলকাতা মেট্রো লাইন-থ্রি নামেও পরিচিত। দক্ষিণে ডায়মন্ড পার্ক থেকে উত্তরে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত এই রুট। এর মোট দৈর্ঘ্য ১৫ কিলোমিটারের একটু বেশি। বাকি অংশের কাজ চলছে। তার আগে তৈরি হওয়া অংশে মেট্রো চালুর চূড়ান্ত ছাড়পত্র মিলে গিয়েছে। এর মধ্যে মোট ছটি স্টেশন রয়েছে। সেগুলি যথাক্রমে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। স্বাভাবিক গতিতে মেট্রো চললে সময় লাগবে ১৮ থেকে ১৯ মিনিট।
প্রসঙ্গত, চালু থাকা ও প্রস্তাবিত মিলিয়ে মোট ৬টি মেট্রো লাইন দিয়ে কলকাতার সঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একটি অংশ জুড়ে যাবে। হাওড়াও যুক্ত হবে মেট্রোর মাধ্যমে। রং অনুযায়ী যেগুলো ব্লু-লাইন, পিঙ্ক-লাইন, ইয়েলো-লাইন, অরেঞ্জ-লাইন, গ্রিন-লাইন ও পার্পল-লাইন নামে পরিচিত। সবগুলি লাইন বিভিন্ন পয়েন্টে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।