২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশুর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার
  • / 33

 

 

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

 

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

 

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ির বাইরে খেলা করার সময়, স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশু।

শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ফরাক্কার আন্দুয়া গ্রামে। পুলিশ সুত্রে জানাযায়, মৃত শিশুর নাম আনাস শেখ(১১ মাস)। বাড়ি ফরাক্কার আন্দুয়া গ্রামে। পরিবার সূত্রে জানাযায়, এদিন সকালে বাড়ির দরজায় বসে ছিল ১১ মাসের ওই শিশু। সেই সময় একটি স্করপিও গাড়ির চালক ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা শিশুটিকে গাড়িতে চাপা দিয়ে দেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, চালক গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন। তখনই কার্যত স্করপিও’র ডান চাকা চেপে যায় ওই ১১ মাসের শিশুর উপর। কার্যত গাড়ির নীচে পৃষ্ঠ হয়ে যায় আনাস শেখ। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি ওই শিশুকে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশুর

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

 

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

 

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ির বাইরে খেলা করার সময়, স্করপিও’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ মাসের এক শিশু।

শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের ফরাক্কার আন্দুয়া গ্রামে। পুলিশ সুত্রে জানাযায়, মৃত শিশুর নাম আনাস শেখ(১১ মাস)। বাড়ি ফরাক্কার আন্দুয়া গ্রামে। পরিবার সূত্রে জানাযায়, এদিন সকালে বাড়ির দরজায় বসে ছিল ১১ মাসের ওই শিশু। সেই সময় একটি স্করপিও গাড়ির চালক ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাছিল। হঠাৎ রাস্তার পাশে থাকা শিশুটিকে গাড়িতে চাপা দিয়ে দেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, চালক গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন। তখনই কার্যত স্করপিও’র ডান চাকা চেপে যায় ওই ১১ মাসের শিশুর উপর। কার্যত গাড়ির নীচে পৃষ্ঠ হয়ে যায় আনাস শেখ। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি ওই শিশুকে ফরাক্কার বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।