২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজস্ব সিনেমা হলের উদ্বোধন করবে সউদি

ইমামা খাতুন
  • আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার
  • / 54

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথমবারের মতো নিজস্ব সিনেমা হলের উদ্বোধন করতে চলেছে সউদি আরব। ৬ ডিসেম্বর জেদ্দায় হলটি উদ্বোধন করা হবে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও তুরস্কের শিল্পকলা ও সৃষ্টিশীল উদ্যোগকে উৎসাহিত করতে গঠিত সংগঠন আর্ট জামিল জানায়, জেদ্দার হায়া জামিলে হায়া সিনেমার লক্ষ্য হচ্ছে, চলচ্চিত্র দেখা, নতুন কিছু আবিষ্কার, গবেষণা, চলচ্চিত্র সম্পর্কে শেখা এবং জ্ঞান বিনিময়ের জন্য সাক্ষাতের একটি জায়গা হিসেবে সিনেমার অভিজ্ঞাকে চারদিকে ছড়িয়ে দেওয়া। এই সিনেমা হলে আছে ১৬৮ সিটের একটি মূল থিয়েটার। আছে ৩০ সিটের একটি স্ক্রিনিং রুম, একটি মাল্টিমিডিয়া লাইব্রেরি ও প্রদর্শনী কেন্দ্র। আর্ট জামিলের পরিচালক আন্তোনিয়া কারভার বলেন, ‘এটি সউদি আরবের প্রথম নিজস্ব সিনেমা হল। স্থানীয় চলচ্চিত্র, চলচ্চিত্রকারদের উন্নয়নের স্বার্থে হলটি বানানো হয়েছে। পাশাপাশি দর্শকদের জন্যও যারা সিনেমা দেখতে ভালেবাসে।’ হায়া সিনেমার সিনিয়র ম্যানেজার জোহরা আইত আল-জামার বলেন, ‘সউদি আরবে স্থানীয় এবং আন্তর্জাতিক সিনেমার প্রতি ক্রমবর্ধমান আবেগ এবং সমর্থনের কারণে জেদ্দায় হায়া সিনেমার উদ্বোধন করা হচ্ছে।’

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিজস্ব সিনেমা হলের উদ্বোধন করবে সউদি

আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথমবারের মতো নিজস্ব সিনেমা হলের উদ্বোধন করতে চলেছে সউদি আরব। ৬ ডিসেম্বর জেদ্দায় হলটি উদ্বোধন করা হবে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও তুরস্কের শিল্পকলা ও সৃষ্টিশীল উদ্যোগকে উৎসাহিত করতে গঠিত সংগঠন আর্ট জামিল জানায়, জেদ্দার হায়া জামিলে হায়া সিনেমার লক্ষ্য হচ্ছে, চলচ্চিত্র দেখা, নতুন কিছু আবিষ্কার, গবেষণা, চলচ্চিত্র সম্পর্কে শেখা এবং জ্ঞান বিনিময়ের জন্য সাক্ষাতের একটি জায়গা হিসেবে সিনেমার অভিজ্ঞাকে চারদিকে ছড়িয়ে দেওয়া। এই সিনেমা হলে আছে ১৬৮ সিটের একটি মূল থিয়েটার। আছে ৩০ সিটের একটি স্ক্রিনিং রুম, একটি মাল্টিমিডিয়া লাইব্রেরি ও প্রদর্শনী কেন্দ্র। আর্ট জামিলের পরিচালক আন্তোনিয়া কারভার বলেন, ‘এটি সউদি আরবের প্রথম নিজস্ব সিনেমা হল। স্থানীয় চলচ্চিত্র, চলচ্চিত্রকারদের উন্নয়নের স্বার্থে হলটি বানানো হয়েছে। পাশাপাশি দর্শকদের জন্যও যারা সিনেমা দেখতে ভালেবাসে।’ হায়া সিনেমার সিনিয়র ম্যানেজার জোহরা আইত আল-জামার বলেন, ‘সউদি আরবে স্থানীয় এবং আন্তর্জাতিক সিনেমার প্রতি ক্রমবর্ধমান আবেগ এবং সমর্থনের কারণে জেদ্দায় হায়া সিনেমার উদ্বোধন করা হচ্ছে।’

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি