পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি, এখনই তাঁকে দিল্লিতে নিয়ে যেতে পারবে না ইডি
ইমামা খাতুন
- আপডেট :
৫ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রতিলিপি পায়নি ইডি। পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে অনুব্রতের দাখিল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে যায়। আদালত সূত্রে খবর, ‘কলকাতা হাইকোর্টে ইডি জানিয়েছে এই মামলার প্রতিলিপি এখনও হাতে পায়নি তারা’। এদিকে অনুব্রত মণ্ডল এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু ইডিকে আদালত অতিরিক্ত সময় দেওয়ার কারণে এই মামলার শুনানি পিছিয়ে গেল। কলকাতা হাইকোর্ট ইডি কে নিজেদের অবস্থান জানাতে বলেছিল। কিন্তু ইডি এদিন জানিয়েছে, -’ এখন কোনও অবস্থান জানাতে পারছে না’। নিজেদের অবস্থান জানাতে আরও কিছুটা সময় চেয়েছে ইডি।
আদালত জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টোয় মামলার পরবর্তী শুনানি রয়েছে। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল কে গ্রেফতার করার পর আসানসোল জেলে গিয়েই অনুব্রতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি আধিকারিকরা। কিন্তু তিনি জেরায় সহযোগিতা করেননি বলেই দাবি। এর পরেই খাতায়-কলমে তাঁকে গ্রেফতার করে ইডি। আর এখন তাঁকে দিল্লি নিয়ে যেতে চায় তারা।কিন্তু ইডিকে আদালত সময় দেওয়ায় সেই প্রক্রিয়া আরও বিলম্বিত হল।গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। তা নিয়ে দিল্লি হাইকোর্টেও মামলা চলছে। তার মধ্যেই উচ্চ আদালতে ইডির মামলা খারিজের আর্জি জানান অনুব্রত। সেই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের অবস্থান জানাতে বলেছিল উচ্চ আদালত। সোমবার আদালতে ইডি জানায়, তারা এখনও মামলার প্রতিলিপি হাতে পায়নি। তাই, নিজেদের অবস্থান জানাতে আরও কিছুটা সময় চাইল তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ২টোয় মামলার পরবর্তী শুনানি হবে বলে জানান বিচারপতি বিবেক চৌধুরী।